West Medinipur News: বন্য আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মেদিনীপুর আদালত চত্বরে চলছে বিষধর সাপ নিয়ে খেলা

Last Updated:

বিষয়টি নিয়ে আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন সর্পবন্ধু দেবরাজ চক্রবর্ত্তী

+
হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন দেবরাজ চক্রবর্ত্তী

#পশ্চিম মেদিনীপুর- বিষধর সাপ নিয়ে প্রকাশ্যে খেলা দেখানোর খবর পেয়ে সেই বেআইনি খেলা বন্ধ করে বিষধর সাপগুলি উদ্ধার করতে গিয়ে হেনস্থা হতে হল মেদিনীপুরের সর্পবন্ধু দেবরাজ চক্রবর্ত্তীকে। সেই সময় হাতে সাপের কামড় খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলা আদালত চত্বরে। হাসপাতালে চিকিৎসাধীন দেবরাজ চক্রবর্তীর জানান, বুধবার দুপুর নাগাদ কোনো একজন মানুষ তাকে ফোন করে জানায় মেদিনীপুর জেলা আদালত চত্তরে একজন সাপুড়ে কয়েকটি বিষধর সাপ নিয়ে খেলা দেখিয়ে মাদুলি বিক্রি করছে। আইনের মন্দিরে বেআইনি ভাবে বিষধর সাপ নিয়ে খেলা দেখানো বন্ধ করে, ঐ সাপুড়ের কাছ থেকে সাপ গুলি উদ্ধার করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য দেবরাজ আদালত চত্বরে যান। সেখানে সাপুড়ে ব্যক্তিকে আটকে তিনি বন দফতরের কর্মীদের খবর দেন। অভিযোগ, সেই সময় আদালতে থাকা কয়েকজন আইনজীবী এবং কিছু মানুষ সাপুড়ের পক্ষ নিয়ে দেবরাজ চক্রবর্তীকে হেনস্থা করে, তাকে ঠেলাঠেলি ও ধাক্কা দেওয়ার সময় দেবরাজের হাতে থাকা একটি বিষধর কেউটে সাপ তার বাম হাতের আঙুলে কামড় দেয়। এরপর অসুস্থ বোধ করে সেখানেই বসে পড়েন দেবরাজ। তারই মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যায় ঐ সাপুড়ে।
দেবরাজ দুঃখ প্রকাশ করে জানায়, আদালত চত্বরে সাপ ধরতে যাওযার আগে কোনো অনুমতি না নেওয়ায় তাকে হেনস্থা করা হয়। তিনি অভিযোগ করেন, একজন ব্যক্তি বিষধর সাপ নিয়ে আদালত চত্বরে খেলা দেখাচ্ছে সম্পূর্ন বেআইনি ভাবে, তার প্রতিবাদ না করে, তিনি সেই বন্দী থাকা বিষধর সাপ গুলি উদ্ধার করতে যাওয়ায় হেনস্থা হতে হল। কিন্তু অন্যান্য সময় আদালতেরই বিভিন্ন স্থানে সাপ বেরোলে তাকেই ডাকা হয়, তখন কোনো অনুমতি লাগে না। বিষয়টি নিয়ে আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন সর্পবন্ধু দেবরাজ চক্রবর্ত্তী। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, "সাপের খেলা দেখানো পুরোপুরি অবৈধ। আইনত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। এক্ষেত্রে, যা হয়েছে তা একেবারেই ঠিক নয়।"
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বন্য আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মেদিনীপুর আদালত চত্বরে চলছে বিষধর সাপ নিয়ে খেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement