হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
প্রথমে আগুন, তারপর বিস্ফোরণ! পেট্রোল পাম্পের ভয়াবহ ঘটনায় আহত দুই

West Midnapore News: প্রথমে আগুন, তারপর বিস্ফোরণ! পেট্রোল পাম্পের ভয়াবহ দুর্ঘটনায় ঘটনায় আহত দুই

X
প্রথমে [object Object]

কোনওরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা না করেই কাটা হচ্ছিল পেট্রোল রাখার পুরোনো ট্যাঙ্ক, এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কাটার দিয়ে পুরোনো ট্যাঙ্কটি কাটবার সময় আগুন লেগে বিস্ফোরন হয়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বেলদা: পশ্চিম মেদিনীপুরের বেলদায় একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য।রবিবার সকালে এই ঘটনা ঘটে। কোনওরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা না করেই কাটা হচ্ছিল পেট্রোল রাখার পুরোনো ট্যাঙ্ক, এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কাটার দিয়ে পুরোনো ট্যাঙ্কটি কাটবার সময় আগুন লেগে বিস্ফোরন হয়। আগুন লেগে যায় ট্যাঙ্কারের ভিতরেও। ঘটনায় আহত হন দুজন। যাদেরকে ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ।তবে পেট্রোল পাম্পের চৌহদ্দিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় এলাকাতে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলদা বাজার এলাকায় একটি তেল পাম্পে দীর্ঘদিন ধরে একটি পুরোনো তেল ট্যাংক পরিত্যক্ত অবস্থায় ছিল। রবিবার সেই ট্যাংকটিকে কাটার দিয়ে কাটবার সময় আগুনের ফুলকি বেরিয়ে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

তারপরে একটি অংশে বিস্ফোরন ঘটে।ঘটনায় দু'জন আহত হয়েছেন। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।তারপরে স্থানীয় কয়েকজনের প্রচেষ্টায় জল দিয়ে আগুন নেভানো সম্ভব হয়।

আরও পড়ুন: কেক কেটে নয়, হইহুল্লোড়েও নয়! একেবারে অন্যরকমভাবে নিজের জন্মদিন পালন করে চমকে দিলেন এই লেখক

আহতদের ইতিমধ্যে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দেওয়া হলে, ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশ আধিকারিকরা।গোটা ঘটনার তদন্তে বেলদা থানার পুলিশ।

Ranjan Chanda

Published by:Ankita Tripathi
First published:

Tags: Devastating Fire, West Medinipur News