পশ্চিম মেদিনীপুর: ধুমধাম করে জন্মদিন পালন দেখেছে সকলে।নাচ গান হইহুল্লোড়ে জন্মদিন পালন হয়। কিন্তু তথাকথিতভাবে কেক কেটে জন্মদিন পালন করা নয়, নিজের লেখা ৭৫ টি অনুগল্পের বই প্রকাশের মধ্য দিয়ে অন্যভাবে জন্মদিন পালন করলেন বেলদার বিশিষ্ঠ ব্যক্তিত্ব, অনু গল্পকার অসিত বরণ বেরা। অসিত বাবু দীর্ঘদিন ক্রীড়া এবং সাহিত্যের সঙ্গে যুক্ত থেকেছেন।গল্প লেখা ও অন্যদের মধ্যে সেই দিশাকে প্রসারিত করা লক্ষ তার।এবার নিজের জন্মদিনটিকে একেবারে অন্যভাবে পালন করলেন তিনি৷
১৯৪৮ -এর ২৫ মার্চ জন্মেছেন অসিতবরণ বেরা। ২০২৩ এর ২৫ মার্চ তাঁর ৭৫ তম জন্মদিন।এই দিনে অসিতবাবুর বাড়ির উঠোনে বসেছিল সাহিত্যবাসর। জন্মদিন যাপনে হল বই প্রকাশ। কেক কেটে নয়, নিজের লেখা ৭৫ টি অণুগল্পের বই "অণুগল্প ৭৫" এর মোড়ক উন্মোচন করে অন্যভাবে জন্মদিন পালিত হল। "অণুগল্প ৭৫" এর মোড়ক উন্মোচন করেন অসিতবাবুর দাদা সনজিৎ বেরা।
আরও পড়ুন: এতো ছোট মানচিত্র! কোনও প্রশিক্ষণ ছাড়াই ছবি এঁকে তাক লাগালেন এই ছাত্র
বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব সুবিকাশ মহাপাত্র, সহ-সম্পাদক অঞ্জলি বেরা প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুগজিৎ নন্দ। এদিন নিজের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। অসিত বাবু তার মায়ের প্রসঙ্গ তুলে ধরেন।
আরও পড়ুন: পরীক্ষা কেন্দ্রে অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালের বেডে বসেই পরীক্ষা
এদিনের সাহিত্য বাসরে বেলদা এবং দাঁতন এলাকার বহু লেখক ও অণুগল্পকার উপস্থিত ছিলেন। কয়েকজন অণুগল্প লেখক নিজের লেখা অণুগল্প পাঠও করেন।এদিনের এই অনুষ্ঠান মন কেড়েছে সকলের।ভিন্নধর্মী এই ভাবনা আগামী দিনের নবদিশা দেবে বলে মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের।
Ranjan Chanda
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Medinipur News, Writer