West Medinipur News: আনন্দ উৎসাহের সঙ্গে দোল উৎসব উদযাপন করল মেদিনীপুরবাসী
- Published by:Samarpita Banerjee
- hyperlocal
Last Updated:
পাশাপাশি মেদিনীপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরেরাও নিজ নিজ ওয়ার্ডে ওয়ার্ডবাসীদের নিয়ে পালন করলেন বসন্ত উৎসব
#পশ্চিম মেদিনীপুর- সারা রাজ্যের সঙ্গে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল দোল উৎসব, বসন্ত উৎসব। প্রতিবছরই এই দিনটিকে পালন করে থাকে মেদিনীপুরের বিভিন্ন সংগঠনগুলি। মেদিনীপুরের বিদ্যাসাগর হল ময়দানে বসন্ত উৎসব উদযাপন কমিটির উদ্যোগে এবছর ৪০ তম বর্ষ বসন্ত উৎসব উদযাপন করা হল সাড়ম্বরে। সকাল থেকেই বসন্ত উৎসব উদযাপনে বিদ্যাসাগর হল ময়দানে নেমেছিল ছয় থেকে ষাট মানুষের ঢল। একে অপরকে আবির মাখিয়ে দোল উৎসবের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল সকলকে। সঙ্গে চলল নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে বসন্ত উৎসবের রঙের খেলায় মেতেছিল মেদিনীপুরবাসী। তবে অন্যান্য বারের থেকে এবার আবির খেলার প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছিল মানুষদের মধ্যে।
বসন্ত উৎসব এবং মুসলিম সম্প্রদায় মানুষদের শবে বরাত একই সঙ্গে একই দিনে হওয়ায়, কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে মোতায়েন করা হয়েছিল পুলিশ। বিশেষত শহরের মন্দির ও মসজিদগুলির সামনে করা হয়েছে পুলিশ পিকেটিং। এছাড়াও শহর জুড়ে চলছে পুলিশের টহল। সব মিলিয়ে এবারের দোল উৎসব একপ্রকার কাটলো আনন্দে ও শান্তিপূর্ন ভাবে। এছাড়াও শহরের শরৎপল্লী, বিধান নগর, মাইকেল মধুসূদন নগর সহ সর্বত্রই দোল উৎসবে মেতেছিল মানুষেরা। পাশাপাশি মেদিনীপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলারেরাও নিজ নিজ ওয়ার্ডে ওয়ার্ডবাসীদের নিয়ে পালন করলেন বসন্ত উৎসব। খড়্গপুরে নিজের বাংলোতে কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসব পালন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ। একে অপরকে আবির মাখিয়ে বিনিময় করলেন দোলের শুভেচ্ছা।
Location :
First Published :
March 18, 2022 8:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: আনন্দ উৎসাহের সঙ্গে দোল উৎসব উদযাপন করল মেদিনীপুরবাসী