পশ্চিম মেদিনীপুর : বাজ পড়ে গাছে আগুন, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কর্নেলগোলা লালদীঘি এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুর নাগাদ ঝড়বৃষ্টির সময় আচমকাই বিকট শব্দে বাজ পড়ে, এরপরই এলাকার মানুষেরা লক্ষ্য করে এলাকার একটি ডাব গাছে দাউদাউ করে জ্বলছে আগুন।
ঘটনার পরই এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। যদিও ঘটনায় হতাহত কেউ হয়নি। তবে অনেকেই এই জীবন্ত ডাব গাছে আগুন দেখতে ভীড় জমায় ঘটনাস্থলে। প্রসঙ্গত, প্রতি বছরই এই সময় বিকেল গড়াতেই শুরু হয় বজ্রপাত সহ ঝড়বৃষ্টি। তাই আবহাওয়া দপ্তর থেকে সাধারন মানুষজনকে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ি থেকে না বেরোনোর বিষয়ে সচেতন করা হয়। কিন্তু তার পরেও বজ্রপাতে মানুষ সহ গবাদি পশুদের বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে জেলা জুড়ে।
আরও পড়ুন - Highest Bridge: ২৮০০০ টন ইস্পাত দিয়ে তৈরি, চেনাবের ওপর এই ব্রিজ হবে জম্মু-কাশ্মীরের গর্ব
অন্যদিকে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্নগড়ের বাজারপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার বিকেল নাগাদ মাঠে কাজ করার সময় হঠাৎই বাজ পড়লে মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম অষ্টমী সিং। ঘটনায় জপ সিং নামে বছর কুড়ির আরও এক মহিলা গুরুতর আহত হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়, গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে আরও এক মহিলাকে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে শেষ পাওয়া খবরে জানা গেছে বজ্রাঘাতে আহত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল।
Sovon Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coconut, Paschim medinipur