Paschim Medinipur News: বজ্রাঘাতে মৃত্যু এক মহিলার, বাজ পড়ে ডাব গাছে দাউদাউ করে জ্বলে উঠল আগুন

Last Updated:

বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্নগড়ের বাজারপাড়া এলাকায়।

+
নারকেল

নারকেল গাছে লাগল আগুন

পশ্চিম মেদিনীপুর : বাজ পড়ে গাছে আগুন, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কর্নেলগোলা লালদীঘি এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুর নাগাদ ঝড়বৃষ্টির সময় আচমকাই বিকট শব্দে বাজ পড়ে, এরপরই এলাকার মানুষেরা লক্ষ্য করে এলাকার একটি ডাব গাছে দাউদাউ করে জ্বলছে আগুন।
ঘটনার পরই এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। যদিও ঘটনায় হতাহত কেউ হয়নি। তবে অনেকেই এই জীবন্ত ডাব গাছে আগুন দেখতে ভীড় জমায় ঘটনাস্থলে। প্রসঙ্গত, প্রতি বছরই এই সময় বিকেল গড়াতেই শুরু হয় বজ্রপাত সহ ঝড়বৃষ্টি। তাই আবহাওয়া দপ্তর থেকে সাধারন মানুষজনকে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ি থেকে না বেরোনোর বিষয়ে সচেতন করা হয়। কিন্তু তার পরেও বজ্রপাতে মানুষ সহ গবাদি পশুদের বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটে জেলা জুড়ে।
advertisement
advertisement
অন্যদিকে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্নগড়ের বাজারপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার বিকেল নাগাদ মাঠে কাজ করার সময় হঠাৎই বাজ পড়লে মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম অষ্টমী সিং। ঘটনায় জপ সিং নামে বছর কুড়ির আরও এক মহিলা গুরুতর আহত হয়।
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়, গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে আরও এক মহিলাকে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে শেষ পাওয়া খবরে জানা গেছে বজ্রাঘাতে আহত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল।
Sovon Das
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: বজ্রাঘাতে মৃত্যু এক মহিলার, বাজ পড়ে ডাব গাছে দাউদাউ করে জ্বলে উঠল আগুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement