Highest Bridge: ২৮০০০ টন ইস্পাত দিয়ে তৈরি, চেনাবের ওপর এই ব্রিজ হবে জম্মু-কাশ্মীরের গর্ব
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
জম্মু ও কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেলওয়ে সেতুটি সম্পূর্ণ হওয়ার পথে ,মাননীয় কেন্দ্রীয় রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব-এর চেনাব রেল সেতু পরিদর্শন করলেন৷
কলকাতা: ভারতীয় রেলওয়ের একটি উল্লেখযোগ্য, অবদানের ফলে, জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুটি শীঘ্রই রেল চলাচলের জন্য চালু হবে। সেতুর উপর দিয়ে ট্র্যাক বিছানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শীঘ্রই বিদ্যুতায়নের কাজ শুরু হবে। বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতুটি চেনাব নদীর উপর ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট) উচ্চতায় বিস্তৃত হয়ে আছে।
শ্রী অশ্বিনী বৈষ্ণব, মাননীয় কেন্দ্রীয় রেল, যোগাযোগ এবং ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আজ আর্ক ব্রিজ-এর কাজ পরিদর্শন করেন এবং সমস্ত সুরক্ষার দিকগুলি পর্যালোচনা করেন। এই আর্ক ব্রিজ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে কাটরা থেকে বানিহাল পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে। এটি উধমপুর - শ্রীনগর - বারামুল্লা রেলওয়ে লিঙ্ক প্রকল্পের অংশ। প্রকল্পটি জটিল টানেল এবং বড় সেতুর মধ্য দিয়ে অতিক্রম করেছে।
advertisement
আরও পড়ুন - Tulsi Gach: যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে নবরাত্রিতে করুন এই কাজ, নাহলেই সংসারে উথাল-পাথাল
advertisement
মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, ‘‘জম্মু ও কাশ্মীর অঞ্চলে যে ভূ-সংস্থানের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা হয়েছে এবং এই ধরণের পার্বত্য অঞ্চলে নির্মাণের অভিজ্ঞতা উত্তর-পূর্বাঞ্চলে চলমান সমস্ত রেল প্রকল্পগুলিতেও ভাগ করা যেতে পারে। গুরুত্বপূর্ণভাবে হিমালয়ান টানেলিং পদ্ধতি যা হিমালয় অঞ্চলে জটিল টানেলের জন্য ব্যবহৃত হয় তা উত্তর-পূর্বাঞ্চলে টানেলিং কাজের জন্যও ব্যবহার করা যেতে পারে।’’
advertisement
আরও পড়ুন - Indian Cricketer's Contract: ‘এবার তাহলে আসুন’ চুক্তি রিনিউ না করে ‘এই’ তারকা ক্রিকেটারদের টা টা বাই বাই
বিশ্বের সর্বোচ্চ সেতুর স্থিতিশীলতা ও সুরক্ষা পরীক্ষা করার জন্য চেনাব রেলওয়ে সেতুর সমস্ত পরীক্ষা সফলভাবে পরিচালিত হয়েছে। পরীক্ষাগুলির মধ্যে রয়েছে উচ্চ-বেগের বায়ু পরীক্ষা, চরম তাপমাত্রা পরীক্ষা, ভূমিকম্প-প্রবণ পরীক্ষা এবং জলের স্তর বৃদ্ধির কারণে হাইড্রোলজিক্যাল প্রভাব। মন্ত্রী আরও বলেন যে, ‘‘ভূমিকম্পের ক্রিয়াকলাপ-এর ক্ষেত্রে শক্তি দেওয়ার জন্য প্রায় ২৮০০০ টন ইস্পাত এই সেতুটি সম্পূর্ণ করার জন্য ব্যবহার করা হয়েছে।’’
advertisement
উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্প জানুয়ারি/ফেব্রুয়ারি
২০২৪-এর মধ্যে সম্পন্ন হবে। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ ছিল ২০১৪ সালের আগে প্রতি বছর প্রায় ৮০০ কোটি টাকা, যা ২০২২-২৩ সালে বাড়িয়ে ৬০০০ কোটি টাকা করা হয়েছে। উধমপুর - শ্রীনগর - বারামুল্লা ট্রেন পরিষেবার সাথে সংযোগ করার পর, এই রেল সেকশনে একটি বিশেষভাবে নির্মিত বন্দে ভারত ট্রেন চালু করা হবে।
advertisement
Abir Ghosal
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 10:15 AM IST