Paschim Medinipur: আবারও দুদিনের টানা বৃষ্টি! ফসলে ক্ষতির আশঙ্কা জেলার চাষীদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নিম্নচাপের জেরে গত দুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে কখনও হাল্কা আবার কখনও মাঝারি বৃষ্টিপাত।
#পশ্চিম মেদিনীপুর : নিম্নচাপের জেরে গত দুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে কখনও হাল্কা আবার কখনও মাঝারি বৃষ্টিপাত। ফলে চাষীদের মুখে যেমন একদিকে হাসি ফুটেছে তারই পাশাপাশি অন্যদিকে চাষীদের মনে হতাশাও রয়েছে। কারণ যে সময় বৃষ্টির প্রয়োজন ছিল ধান লাগানোর ক্ষেত্রে, সেই সময় সেভাবে বৃষ্টির দেখা না মেলার ফলে অনেক চাষী ডিপটিউবওয়েল, বা অন্যান্য উপায়ে জলের ব্যবস্থা করে চাষ শুরু করে দিয়েছিল। কিন্তু তারপরই নিম্নচাপের ফলে বৃষ্টি হওয়ায় নিচু জমি গুলিতে জল জমতে শুরু করলে নিচু স্তরের রোয়া ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি যেভাবে সকাল থেকে শুরু হয়েছে তাতে যথেষ্ট চিন্তিত চাষিরা .
অন্যদিকে প্রবল বৃষ্টির ফলে সবজিও নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চাষীরা। যার ফলে নিম্ন চাপের বৃষ্টি নিয়ে কার্যত চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। কারন এই সময় শশা, কাকড়োল, পটল, ঝিঙে, উচ্ছা, ঢেঁড়স চাষ বেশির ভাগ চাষীরা করে থাকে।
আরও পড়ুনঃ ভয়ানক! হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধার!
ফলে প্রবল বৃষ্টিতে সবজী জমি গুলোতে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। ফলে সবজী চাষও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষীরা। বেশকিছু চাষী জমির আল কেটে জমিতে জমা বৃষ্টির জল বের করলেও নতুন করে যদি আবার বৃষ্টি শুরু হয়, সেক্ষেত্রে গত বছরের মত ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে চাষীদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাখী ও জাতীয় পতাকা তৈরীর জন্য ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশালা
প্রসঙ্গত, গত বছর অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বহু চাষী ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবারও যদি আবার প্রাকৃতিক দূর্যোগে চাষের ক্ষতি হয়, তাহলে আত্মহত্যা ছাড়া কোন পথ থাকবে না বলেই মনে করেন চাষীরা।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
August 11, 2022 2:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: আবারও দুদিনের টানা বৃষ্টি! ফসলে ক্ষতির আশঙ্কা জেলার চাষীদের