Paschim Medinipore News: এবার মালেশিয়াতেও ক্যাম্পাস খড়গপুর আইআইটির, সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা ডিরেক্টরের
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
খড়গপুর আইআইটির আটষট্টি তম সমাবর্তনে বিশেয প্রাপ্তি, দেশের বাইরেও হবে নতুন ক্যাম্পাস।
#পশ্চিম মেদিনীপুর: আগামী বছরই মালয়েশিয়াতে নিজেদের ক্যাম্পাস খুলতে চলেছে আইআইটি (IIT) খড়গপুর। দেশের প্রাচীনএবং বৃহৎ প্রযুক্তি ও কারিগরি বিশ্ববিদ্যালয় আইআইটি খড়্গপুরের ৬৮ তম সমাবর্তন অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি। শনিবার আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে চলতি শিক্ষাবর্ষের বিদায়ী পড়ুয়াদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক তিওয়ারি।
অনুষ্ঠানের শুরুতেই নিজের প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট পেশ করতে গিয়ে অধ্যাপক তেওয়ারী বলেন, দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আমাকে বলেছিলেন বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আমাদের আইআইটি ব্যান্ডকে বিশ্বেও ছড়িয়ে দেওয়া দরকার। আর সেই কারণেই আমাদের বিদেশেও ক্যাম্পাস খোলা দরকার। মন্ত্রী মহোদয়ের সেই নির্দেশ মাথায় রেখেই আমরা আইআইটি খড়্গপুরের তরফ থেকে মালয়েশিয়াতে আমাদের একটি ক্যাম্পাস খুলতে চলেছি এবং আগামী ২০২৩ শিক্ষাবর্ষ থেকেই সেই ক্যাম্পাসে পঠন-পাঠন শুরু হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন - Weather Alert: তাপমাত্রা বাড়ছে চিন্তায়, দু'দিনেই আবহাওয়ার বড় ভোলবদল, রইল লেটেস্ট আপডেট
advertisement
এদিন দু হাজারেরও বেশি পড়ুয়াকে বি.টেক, এম.টেক, ম্যানেজমেন্ট সহ নানা ক্ষেত্রের জন্য ডিগ্রী প্রদান করা হয়। বিদায়ী শিক্ষাবর্ষে মোট সাত জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। যার মধ্যে অন্যতম পদকগুলি হলরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক। রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন এ জ্ঞানেশ্বরণএবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন সৌহার্দ্য ঘোষ। দুজনেই ইলেকট্রনিক্স কমিউনিকেশন বিভাগের ছাত্র বলে জানা গেছে। এদিনের সমাবর্তন অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কিন্তু অনিবার্য কারণে তিনি আসতে পারেননি।
advertisement
আরও পড়ুন - সে কী কাণ্ড, সে কী কাণ্ড, বড়দিনে হুলস্থূল! হাইড্রেনে হাঁসফাঁস মহিষ, তারপর ভিডিওতে রইল প্রমাণ
মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বনসাই বিশেষজ্ঞ পিটার চ্যান। তার হাত দিয়ে এদিন আইআইটি জীবনকৃতি (Lifetime Achivement Award) পুরস্কার ও আই টি খড়্গপুরের আজীবন সদস্য সম্মান প্রদান করা হয়। আইআইটি খড়্গপুরের মালয়েশিয়া ক্যাম্পাস ও আইআইটি ব্যান্ড প্রসঙ্গে জানা গিয়েছে, কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগে মালয়েশিয়া ছাড়াও বিদেশের আরও দুটি স্থানে আইআইটি ক্যাম্পাস খোলা হবে। এগুলো হলআবুধাবি ও তানজানিয়া। আবুধাবিতে ক্যাম্পাস খুলবে আইআইটি দিল্লি এবং তানজানিয়াতে ক্যাম্পাসের দায়িত্ব নিয়েছে আই আই টি মাদ্রাজ।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
December 26, 2022 12:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipore News: এবার মালেশিয়াতেও ক্যাম্পাস খড়গপুর আইআইটির, সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা ডিরেক্টরের