TMC Youngest Candidate: ২৩-এর গৃহবধূ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের কনিষ্ঠতম প্রার্থী শালবনির সুস্মিতা
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
TMC Youngest Candidate: প্রার্থী দেয়নি বিরোধীরা ।প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কনিষ্ঠতম তৃণমূল প্রার্থীর
শালবনি: মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তা এক প্রকার স্বীকার করে নিয়েছে বিরোধী রাজনৈতিক দল। তাই তারা পঞ্চায়েত স্তরে প্রার্থী দেয়নি। প্রথমবার রাজনৈতিক ময়দানে ভোটযুদ্ধে নেমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই কারণ হিসেবে তুলে ধরেছেন তৃণমূলের কনিষ্ঠতম প্রার্থী।
প্রথমবার রাজনৈতিক ময়দানে নামা। আর রাজনৈতিক ময়দানে এসে গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন শালবনির বাকিবাঁধ অঞ্চলের তিন নম্বর বুথের বছর ২৩ এর তৃণমূল প্রার্থী সুস্মিতা দোলাই। পরিবারের অন্যান্য সদস্যরা সরাসরি ভাবে রাজনীতিতে যুক্ত থাকলেও সুস্মিতার সরাসরি কোনও রাজনৈতিক পরিচয় ছিল না।
২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। গ্রাম পঞ্চায়েত আসনে টিকিট পেয়েছিলেন শাসক দল তৃণমূল থেকে। তবে অন্যান্য কোন বিরোধী রাজনৈতিক দল মনোনয়ন না করায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন সুস্মিতা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার পর সুস্মিতার বক্তব্য, এলাকায় মমতার সরকার যে উন্নয়ন করেছে সে কারণেই বিরোধী রাজনৈতিক দলগুলি কোনও প্রার্থী দিতে পারেনি। তবে আগামীতে সাধারণ মানুষের না হওয়া কাজ এবং সাধারণ মানুষের চাহিদা মতো তাদের পাশে থাকার আশ্বাস কনিষ্ঠতম এই জয়ী প্রার্থীর।
advertisement
advertisement
প্রসঙ্গত বছর ২৩ এর সুস্মিতা দোলাই সামান্য মধ্যবিত্ত পরিবারের এক গৃহবধূ। পরিবার সামলে এই প্রথম তার রাজনৈতিক ময়দানে আসা। ফ্লেক্স, ব্যানার এমনকি দেওয়ার লিখনের মধ্যেও প্রচার হয়েছিল নির্বাচনের। তবে প্রথমে এসেও লড়াইটা হল না। তবে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তাঁর লক্ষ্য সাধারণ মানুষের প্রয়োজন ও উন্নয়ন। এলাকার উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের নানা প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যই তৃণমূলের কনিষ্ঠতম প্রার্থীর।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2023 1:58 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
TMC Youngest Candidate: ২৩-এর গৃহবধূ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের কনিষ্ঠতম প্রার্থী শালবনির সুস্মিতা









