Paschim Medinipur: ৭৮ হাজার বৃদ্ধ-বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পাঠানোর সূচনা

Last Updated:

বক্তারা সকলেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের প্রতি চিন্তা-ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তারা বলেন, এ রাজ্য সরকার বিশেষত মহিলাদের জন্য যে যে প্রকল্প চালু করেছে তা অন্য কোন সরকার করেনি।

+
বার্ধক্য

বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠান

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন হলে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিধবা ভাতা প্রদান এবং দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান করা হল এক অনুষ্ঠানের মাধ্যমে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী এবং জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে জেলাশাসক, ডাক্তার রশ্মি কমল জানান, এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ৩৫০ জন বিধবা মহিলার হাতে বিধবা ভাতা প্রাপ্তির শংসাপত্র প্রদান করা হয়েছে। আগামীকাল থেকে জেলার ৭৮ হাজারের অধিক বিধবা মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধবা ভাতার অর্থ পৌঁছে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান, নারী শক্তির হাতে ক্রয় ক্ষমতার অধিকার দিয়ে নারী স্বাধীনতা বৃদ্ধি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। তাই মুখ্যমন্ত্রী বিশেষত মহিলাদের জন্য নানান উন্নয়ন মূলক প্রকল্প চালু করেছেন। যাতে সমাজে মহিলারা প্রতিষ্ঠিত হতে পারেন, সমান অধিকারের অধিকারী হতে পারেন। এই কর্মসূচিও রাজ্যের মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য চালু করা প্রকল্পের এক অন্যতম প্রকল্প। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন অনুসন্ধান ও ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাঃ মানস ভূঁইয়া, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুন মালিয়া, খড়গপুর পৌরসভার পৌর প্রধান প্রদীপ সরকার, রাজ্যে পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বক্তারা সকলেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের প্রতি চিন্তা-ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। তারা বলেন, এ রাজ্য সরকার বিশেষত মহিলাদের জন্য যে যে প্রকল্প চালু করেছে তা অন্য কোন সরকার করেনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ৭৮ হাজার বৃদ্ধ-বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা পাঠানোর সূচনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement