West Medinipur News: অমৃত ভারতে খড়্গপুর সাব ডিভিশনের ১৯ টি স্টেশনের ভোল বদলে যাবে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা করা অমৃত ভারত স্টেশন প্রকল্পের হাত ধরে ভারতীয় রেলের খড়্গপুর সাব ডিভিশনের ১৯ টি স্টেশনের ভোল সম্পূর্ণ বদলে যেতে চলেছে
পশ্চিম মেদিনীপুর: বাজেটে দেশের রেলস্টেশনগুলিকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি নতুনভাবে রেলের ট্র্যাক তৈরি, বন্দেভারত এক্সপ্রেসের সংখ্যাবৃদ্ধির পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাছাই করা রেল স্টেশনগুলির সম্পূর্ণ ভোল বদলে দেওয়া হবে। সর্বাধুনিক ব্যবস্থা থাকবে ওই স্টেশনগুলিতে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে স্থান পেয়েছে খড়্গপুর সাব ডিভিশনের ১৯ টি স্টেশন।
বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা করা অমৃত ভারত স্টেশন প্রকল্পে স্থান পাওয়া খড়্গপুর সাবডিভিশনের স্টেশনগুলি নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। এরমধ্যে আছে শালিমার, বালেশ্বরের মত স্টেশন। এগুলিকে সর্বানিক প্রযুক্তিতে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
advertisement
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নির্বাচিত ষ্টেশনগুলির জন্য একটি মাস্টার প্যান তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অধীনে স্টেশনগুলির উন্নতিকরণ এর সঙ্গে সঙ্গে যাত্রী সুবিধার সর্বোত্তম বন্দোবস্ত রাখা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের থাকার এবং অপেক্ষা করার উন্নত লাউঞ্জের ব্যবস্থা থাকবে। থাকবে এস্ক্যালেটর বা চলমান সিঁড়ি। স্টেশনের যাত্রী পরিষেবা এলাকাকে ডাস্টপ্রুফ এরিয়া হিসেবে তৈরি করা হবে। স্টেশনে অত্যাধুনিক বসার আসন লাগানো হবে, যাতে যাত্রীরা বসে আরাম পান। যাত্রীরা বিনামূল্যে ৫-জি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। রেল স্টেশনের সৌন্দর্যয়নের উপরও জোর দেওয়া হবে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 9:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: অমৃত ভারতে খড়্গপুর সাব ডিভিশনের ১৯ টি স্টেশনের ভোল বদলে যাবে