Paschim Medinipur: রাত কাটানোর জায়গা থাকা সত্ত্বেও রাত কাটাতে হচ্ছে আকাশের নীচে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
এক প্রকার ভয়-ভীতি উপেক্ষা করেই হাসপাতাল চত্বরে খোলা আকাশের নীচে ঘুমাতে হয় রোগীর পরিজনদের। যদিও একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চায়নি।
ঘাটাল: ঘাটাল মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে যাত্রীনিবাস। কিন্তু অভিযোগ, যাত্রী নিবাস থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়েই খোলা আকাশের নীচে রাত কাটাতে হয় রোগীর পরিজনদের। এমনকি খোলা আকাশের নীচে চাদর ফেলে হাসপাতাল চত্বরে রাত কাটাতে দেখা গেল মহিলাদেরও।এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে। জানা যায়, এই মহকুমা হাসপাতাল চত্বরে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘাটাল মহকুমা থেকে শুরু করে হুগলি, হাওড়া, সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন আসেন এই ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। হাসপাতালে আসা বহিরাগতদের জন্য তৈরি করা হয়েছে যাত্রী নিবাস। কিন্তু অভিযোগ, রোগীর পরিজনদের রাতে ও দিনে থাকার জন্য যাত্রী নিবাস থাকা সত্ত্বেও সেই যাত্রী নিবাসে রাতের তালা লাগিয়ে রাখা হয়। ফলে ভেতরে প্রবেশ করতে পারেননা রোগীর পরিজনেরা। স্থানীয় সূত্রে খবর, যাত্রী নিবাসের দেখভালের দায়িত্বে আছে একটি ঠিকাদারি সংস্থার কর্মীরা। সেই ঠিকাদারি সংস্থার কর্মীরা যাত্রীনিবাসে চাবি দিয়ে ভ্রমণে বেরিয়ে যান মাঝে মধ্যে। আর ঠিকাদারী সংস্থার কর্মীদের এই গাফিলতির ফলে হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনদের। এক প্রকার ভয়-ভীতি উপেক্ষা করেই হাসপাতাল চত্বরে খোলা আকাশের নীচে ঘুমাতে হয় রোগীর পরিজনদের।ফলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। যদিও একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চায়নি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
Location :
First Published :
April 08, 2022 3:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: রাত কাটানোর জায়গা থাকা সত্ত্বেও রাত কাটাতে হচ্ছে আকাশের নীচে!