West Medinipur News: ছেলেকে বহিষ্কার করেছিল দল, 'নির্দল' হয়ে জিতে সম্মান রক্ষা মায়ের

Last Updated:

ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন মনোজ হালদার। তাঁর মা নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই দল থেকে বহিষ্কার করা হয় মনোজ-কে

ঘাটাল পৌরসভা
ঘাটাল পৌরসভা
#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুর জেলার ৭-টি পৌরসভাতেই সবুজ ঝড়! বিরোধীদের প্রায় হোয়াইটওয়াশ করে সাতটি পৌরসভার ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। তবে, ঘাটাল মহকুমার ফলাফল রীতিমতো ঈর্ষণীয়। ঘাটাল (১৭-০), চন্দ্রকোনা (১২-০) ও রামজীবনপুর (১১-০) পৌরসভা বিরোধী শূন্য হয়েছে। খড়ার পৌরসভার ১০-টি আসনের মধ্যে ২ টি পেয়েছে বিজেপি। বাকি ৮-টি গেছে তৃণমূলের দখলে। অন্যদিকে, ক্ষীরপাই পৌরসভার ১০-টি ওয়ার্ডের মধ্যে ৯ টি তৃণমূল দখল করলেও, 'সেন্টিমেন্ট ফাইট' এ হেরে গেল তৃণমূল! ৪ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা মনোজ হালদারের মা সুনীতি হালদার। শত চেষ্টা করেও ঘাটাল জেলায় তৃণমূল তাঁকে হারাতে পারেনি! প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যজুড়ে এবার বিরোধী নয় গোঁজ বা নির্দল কাঁটা নিয়ে ভয় ছিল শাসকদলের অন্দরে। তার মধ্যেই অন্যতম এই ক্ষীরপাই পৌরসভার ৪ নং ওয়ার্ড। জয়ী হলেন নির্দল প্রার্থী সুনীতি হালদার।
উল্লেখ্য, ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন মনোজ হালদার। তাঁর মা নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই দল থেকে বহিষ্কার করা হয় মনোজ-কে। এবার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ের হাসি হাসলেন সুনীতি দেবী। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অন্তরা সাহা পেয়েছেন ৩৮৪ ভোট। অন্যদিকে নির্দল প্রার্থী সুনীতি হালদার পেয়েছেন ৪৬১টি ভোট। জয়ের পর চওড়া হাসি হেসে সুনীতি দেবী বললেন, "অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জিতেছি। খুবই খুশি। ধন্যবাদ জানাব ওয়ার্ডের বাসিন্দাদের আমার পাশে থাকার জন্য। আমিও এলাকাবাসীর পাশে থাকব।" সব শেষে ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার বিজয়ী তৃণমূল প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে বিজয় মিছিল করে ভোটারদের ধন্যবাদ জানান।
advertisement
Partha Mukherjee
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ছেলেকে বহিষ্কার করেছিল দল, 'নির্দল' হয়ে জিতে সম্মান রক্ষা মায়ের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement