Paschim Medinipur: কাজ না হওয়ায় সাঁকোয়া গ্রাম পঞ্চায়েতের তিন বছরের প্রায় দু কোটি টাকা ফেরৎ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত তিন বছরে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো উন্নয়ন মূলক কাজ না হওয়ায় ফেরৎ যেতে চলেছে উন্নয়ন খাতের প্রায় দু কোটি টাকা।
খড়্গপুর: খড়্গপুর ২ নং ব্লকের বিজেপি পরিচালিত সাঁকোয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ দু কোটি টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন খাতে খরচ করতে না পারায় ফেরত যাচ্ছে। গত তিন বছরে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো উন্নয়ন মূলক কাজ না হওয়ায় ফেরৎ যেতে চলেছে উন্নয়ন খাতের প্রায় দু কোটি টাকা। বিষয়টি জানতে পেরে এবং ঘটনার প্রতিবাদে সাঁকোয়া গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান তাপসী জানাকে এবিষয়ে বারেবারে জিজ্ঞেস করা হলে, তিনি বলছেন কর্মী নেই, তাই উন্নয়নের কাজ করা যাচ্ছে না। কিন্তু এর জন্য সাধারন মানুষের উন্নয়নের কাজ সময় মত হয়নি। বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে সাঁকোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসবাসকারী গ্রামবাসীরা। এদিন তারই প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি প্রধানকে ডেপুটেশনও দেওয়া হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। অন্যদিকে গত তিন বছরের উন্নয়নের প্রায় দু কোটি টাকা ফেরৎ চলে যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের সরকারী কর্মীদেরকেই দায়ী করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী জানা। তিনি বলেন, পঞ্চায়েত কর্মীদের বারবার জানতে চাওয়া সত্বেও তারা জানাননি কোন কাজে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা রয়েছে। এবিষয়ে খড়্গপুর ২ নং ব্লকের বিডিও কেও বিষয়টি জানিয়েছেন তিনি, কোনো তারপরেও কোনো সদুত্তর মেলেনি। পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজের টাকা এভাবে ফেরৎ যাওয়ায় তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্চায়েতের কর্মীদের প্রতি।
Location :
First Published :
April 15, 2022 10:25 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: কাজ না হওয়ায় সাঁকোয়া গ্রাম পঞ্চায়েতের তিন বছরের প্রায় দু কোটি টাকা ফেরৎ