West Medinipur News: ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা স্মার্টফোনে বিস্ফোরণ, ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে কেশপুরের মুগবসানে

Last Updated:

ফোন করার জন্য পকেট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথেই মোবাইলটি দাও দাও করে জ্বলতে থাকে

+
মোবাইল

মোবাইল ফেটে আতঙ্ক কেশপুরে

#পশ্চিম মেদিনীপুর- ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা স্মার্টফোন ফেটে ধরল আগুন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে। জানা গিয়েছে, শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত, মুগবসানের বাসিন্দা আব্দুল সফি নামের ওই যুবক, পকেট থেকে ফোনটি বের করে ফোন করার সময় হঠাৎই তার হাতে থাকা নামি দামি কোম্পানির ফোনটি ফেটে গিয়ে আগুন ধরে যায়। সাথে সাথেই আতঙ্কিত হয়ে সে ফোনটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তারপরেও আগুন নেভেনি। এরপর স্থানীয় মানুষেরা ফোনটিতে জল ঢেলে আগুন নেভায়।
ঘটনার পর দুর্ঘটনার কবলে পড়া স্থানীয় যুবক জানায়, তিনি শুক্রবার সকালে যখন স্থানীয় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, সেই সময় কোন এক ব্যক্তিকে ফোন করার জন্য তিনি পকেট থেকে তার স্মার্টফোনটি বের করে কল করতে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ফেটে যায় স্মার্ট ফোনটি। ঘটনার পরে আশেপাশের মানুষেরাও ভয় পেয়ে যান। মুহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবক জানান, "ফোন করার জন্য পকেট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথেই মোবাইলটি দাও দাও করে জ্বলতে থাকে। যদি পকেটে ফোনটি থাকতো তাহলে বিস্ফোরণের কারণে আমার প্রাণ সংশয় হত।" এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনায় অল্পবিস্তর জখম হলেও প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ফোন করতে যাওয়ার সময় হাতে থাকা স্মার্টফোনে বিস্ফোরণ, ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে কেশপুরের মুগবসানে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement