Kharagpur News: পুলিশের তাড়া খেয়ে বন্দুক ছেড়ে দিয়েই পালায় দুষ্কৃতীরা! একজনকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ

Last Updated:

বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে মানুষের নিরাপত্তা নিয়ে। তাদের বক্তব্য খড়গপুর সহ জেলাজুড়ে বেআইনি অস্ত্রের সংখ্যা বেড়েই চলেছে, পুলিশের আরো কড়া হাতে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান চালানো উচিৎ

খড়গপুর উদ্ধার হওয়া অস্ত্র
খড়গপুর উদ্ধার হওয়া অস্ত্র
#খড়গপুর- সাত সকালে বন্দুক উদ্ধার করলো খড়্গপুর টাউন থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পাঁচপীর ময়দান এলাকায়, একটি বাড়ির বাইরে নর্দমা থেকে একনলা একটি বন্দুক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবি, বুধবার রাতে কিছু দুষ্কৃতী স্থানীয় মাঠে জড়ো হয়েছিল। তাদেরকে তাড়া করে পুলিশ। পালাতে গিয়েই হয়তো বন্দুক ফেলে দিয়ে গেছে। আজ সকালে এলাকার মানুষজন যখন ফুল তুলতে যায়, তখনই বন্দুকটিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশকে খবর দিলে, পুলিশ পৌঁছে একনলা বন্দুকটি উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
তবে খড়্গপুরে একের পর এক অপরাধমূলক ঘটনার পরে তৎপর হয় পুলিশ। দফায় দফায় গোটা শহর জুড়ে চালানো হয় তল্লাশি। পুলিশের তৎপরতার জন্য বর্তমানে বহু অপরাধীরা ছেড়ে পালিয়েছে খড়গপুর। পুলিশের প্রাথমিক অনুমান এরকমই কোনো অপরাধী পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় কোনভাবে অস্ত্রটি পড়ে যায়। এদিন সকালে সাফাই কর্মীরা নর্দমা পরিষ্কার করতে গিয়ে প্রথমেই তাদের চোখে পড়ে অস্ত্রটি। এরপরই বিষয়টি জানতে পারে খড়গপুর টাউন থানার পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
advertisement
Partha Mukherjee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kharagpur News: পুলিশের তাড়া খেয়ে বন্দুক ছেড়ে দিয়েই পালায় দুষ্কৃতীরা! একজনকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement