Midnapore News: বেলদার ক্যান্সার আক্রান্ত যুবককে সাহায্য নরেন্দ্র মোদির! টাকা পাঠালেন প্রধানমন্ত্রী!
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: যুবকের বয়স মাত্র ২৪ বছর। ক্যান্সার চিকিৎসা করাতে গিয়ে সর্বহারা পরিবার! এবার চিকিৎসার জন্য অর্থ সাহায্য করলেন নরেন্দ্র মোদি! জানুন
#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ক্যান্সার আক্রান্ত যুবকের পাশে দাঁড়ালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতরের তরফে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাঠানো হল যুবকের চিকিৎসার জন্য। এই মুহূর্তে ওই যুবক মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত বেলদা গ্রামের বছর ২৪ এর যুবক মানস দাস মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। দরিদ্র পরিবারের ওই যুবকের চিকিৎসায় ইতিমধ্যে প্রায় সর্বস্বান্ত হতে হয়েছে ওই পরিবারকে। এরপরই, তাঁরা স্থানীয় বিজেপি নেতৃত্বের মাধ্যমে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। সাংসদের তরফে আবেদন করা হয় প্রধানমন্ত্রীর দফতরে। এরপরই, সোমবার, প্রধানমন্ত্রীর দফতর থেকে ৩ লক্ষ টাকা পাঠানো হয়।
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি'র সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী ও অন্যান্যরা সোমবার যুবকের বাড়িতে গিয়ে এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র পৌঁছে দেন। তাঁরা জানান, সাংসদ দিলীপ ঘোষের তরফেই তাঁদের পাঠানো হয়েছে।
advertisement
গৌরীশঙ্কর অধিকারী জানিয়েছেন, "প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই অর্থ সাহায্য করা হয়েছে। আমরা মুম্বইতে ওর থাকা ও খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি। এই বয়সেই মারণ রোগে আক্রান্ত হয়েছে মানস, আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।" অন্যদিকে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে আশায় বুক বাঁধছে মানস দাসের পরিবার। মানস দাসের পরিবারের দাবি, তাঁদের ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাঁরা সর্বদা কৃতজ্ঞ থাকবেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ ও সর্বপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
October 11, 2022 7:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: বেলদার ক্যান্সার আক্রান্ত যুবককে সাহায্য নরেন্দ্র মোদির! টাকা পাঠালেন প্রধানমন্ত্রী!