West Medinipur News: বন্য প্রাণী হত্যা রুখতে আদিবাসীদের শিকার উৎসব পালন না করার আবেদন মেদিনীপুরের বিভাগীয় বনাধিকারিকের

Last Updated:

ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের বেশকিছু জঙ্গল অধ্যুষিত এলাকায় বন দফতরের তরফে মাইকিং করে সচেতন করার কর্মসূচি শুরু হয়েছে

+
সন্দীপ

সন্দীপ বেরওয়াল (DFO, Midnapur Division)

#পশ্চিম বর্ধমান- বন্য প্রাণী হত্যা রুখতে সারা বছর ধরে নানা সচেতনতামূলক প্রচারাভিযান করে চলে বন দফতর। কিন্তু তা সত্ত্বেও একাংশ মানুষ বন্যপ্রাণীদের হত্যার থেকে পিছিয়ে আসে না। বিশেষত পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিস্তীর্ণ জঙ্গলমহল জুড়ে আদিবাসীরা শিকার উৎসবে মেতে ওঠে এই মরশুমে। মার্চের শেষের দিকে শুরু হয় আদিবাসীদের শিকার উৎসব, যা চলে আগামী জুন মাস পর্যন্ত। এই তিন সাড়ে তিন মাস ধরে দফায় দফায় চলে শিকার উৎসবের নামে বন্যপ্রানী হত্যা। তাই বন্যপ্রাণীদের হত্যা রুখতে শিকার উৎসব বন্ধ রাখার আবেদন জানালেন মেদিনীপুরের বিভাগীয় বনাধিকারিক সন্দীপ বেরওয়াল। তবে তিনি স্বীকার করেন বিভিন্নভাবে সচেতন করার মধ্য দিয়ে, আগের থেকে অনেকটাই কমে গেছে শিকার উৎসবের প্রবণতা। কিন্তু এখনো সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয়ে ওঠেনি। তাই প্রতি বছরই এই মরশুমে বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে শিকার উৎসব বন্ধ রাখার আবেদন জানিয়ে নানাভাবে সচেতন করা হয় মানুষদের।
DFO সন্দীপ বেরওয়াল বলেন, শিকার উৎসবটা জঙ্গলমহল অধ্যুষিত এলাকার মানুষদের পরম্পরায় পরিণত হয়েছে। আদিবাসীদের সংস্কৃতি পরম্পরা আঘাত না করে, তাদের বিভিন্নভাবে সচেতন করার মধ্য দিয়ে এই শিকার উৎসব আটকানোর চেষ্টা চালিয়ে থাকে বন দফতরের আগে থেকে কর্মীরা। তবে আরও বেশি সচেতনতা অভিযান চালানো উচিৎ বলে মনে করেন তিনি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের বেশকিছু জঙ্গল অধ্যুষিত এলাকায় বন দফতরের তরফে মাইকিং করে সচেতন করার কর্মসূচি শুরু হয়েছে। শিকার উৎসবের ফলে বন্যপ্রাণীর অবলুপ্তি ঘটলে, তার প্রভাব জঙ্গলেও পড়বে বলে বোঝানো হচ্ছে এই প্রচারাভিযানে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বন্য প্রাণী হত্যা রুখতে আদিবাসীদের শিকার উৎসব পালন না করার আবেদন মেদিনীপুরের বিভাগীয় বনাধিকারিকের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement