Bangladesh Medicine in Medinipur: বাংলাদেশের ওষুধ মেদিনীপুরে কিভাবে, বিস্তারিত জানালো স্বাস্থ্য দফতর
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বাংলাদেশের ওষুধ পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে! মঙ্গলবার থেকে এই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য
#পশ্চিম মেদিনীপুর- বাংলাদেশের ওষুধ পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে! মঙ্গলবার থেকে এই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য। এমনকি, বিষয়টি নিয়ে দায় এড়িয়েছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের সুপার রজত পাল-ও। তিনি জানিয়েছিলেন, "বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফতরের নজরে এনেছি। তাঁরাই জানাবেন।" বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ওষুধ রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ সরকার ওই ওষুধগুলি ভারতীয় বিদেশ মন্ত্রককে দান করেছিল অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের সময়ে অর্থাৎ একুশ (২০২১) সালের জুন মাসে। ওই ওষুধ দেওয়ার মধ্যে তাই অনৈতিক কিছু দেখছে না স্বাস্থ্য দফতর। ওই ওষুধ বৈধ বলেও জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। (Bangladesh Medicine in Medinipur)
প্রসঙ্গত, কাঁথি মহকুমা হাসপাতালের রোগীদের, বাংলাদেশের ওষুধ দেওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল মঙ্গলবার(Bangladesh Medicine in Medinipur)। একটি অ্যান্টিবায়োটিক (ডক্সিসাইক্লিন) দেওয়া হচ্ছিল আউটডোর থেকে, যার পেছনে লেখা ছিল, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয়।" সেই ঘটনার প্রেক্ষিতে বুধবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ওই ওষুধগুলি গত বছর (২০২১) ৩ জুন রাজ্যকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। তিনি জানান, "ওই ওষুধগুলি বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রক ভারতে পাঠিয়েছিল। রাজ্যের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে ওই ওষুধগুলি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় গত বছর ৫ জুন এবং ৭ জুন পাঠানো হয়েছিল।"
advertisement
Partha Mukherjee
advertisement
Location :
First Published :
April 09, 2022 9:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Bangladesh Medicine in Medinipur: বাংলাদেশের ওষুধ মেদিনীপুরে কিভাবে, বিস্তারিত জানালো স্বাস্থ্য দফতর