West Midnapore News: সরস্বতী পুজোর মণ্ডপে গণবিবাহের আয়োজন
- Published by:Sayani Rana
- hyperlocal
Last Updated:
আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল বেলদার একটি ক্লাব। সরস্বতী পুজো উপলক্ষ্যে রবিবার বারো জন যুবতীর বিয়ের দেওয়া হল পূজা মণ্ডপে।
#পশ্চিম মেদিনীপুর: আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল বেলদার একটি ক্লাব। সরস্বতী পুজো উপলক্ষ্যে রবিবার বারো জন যুবতীর বিয়ের দেওয়া হল পূজা মণ্ডপে। বেশির ভাগটাই দাঁতন, কেশিয়াড়ি, নারায়ণগড়ের বাসিন্দা। শুধু বিয়ে নয়, তাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার উদ্দ্যেশে দেওয়া হল সেলাই মেশিন। গত এগারো বছর ধরে এই উদ্যোগ নিচ্ছে ক্লাবটি।
অনেক সামাজিক কর্মসূচির মধ্যে এই গণ বিবাহ অন্যতম। বারোজন যুবতীকে বিয়ের সাজ-পোশাক, আসবাবপত্র থেকে গহনা সমস্তটাই দেওয়া হয়েছে। এদিন রাতে সমস্ত রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। যুবতীদের সম্প্রদান করেন বেলদা ২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুলেখা দে। পাশাপাশি ছিল খাওয়া-দাওয়াও ব্যবস্থা। বিয়ে দেখতে আসা সবাইকে খাওয়ানো হয়েছে।
advertisement
advertisement
কেন এই উদ্যোগ ? ক্লাবটি জানাচ্ছে, অনেক পরিবার আছে যারা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে। ফলে বাবা-মা মেয়ের বিয়ের খরচ জোগান দিতে পারেন না ফলে সন্তানের বিয়ে নিয়ে সমস্যায় পড়তে হয়। সারাবছর ধরে এমন পরিবারগুলোর খোঁজ চালিয়ে তাদের সাহায্যার্থে ক্লাবটি এই উদ্যগ নেয়। যদিও পাত্র নির্বাচন যুবতীদের পরিবারকেই করতে হয়। শুধু বিয়ে নয়, যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়াও আসবাবপত্র, গহনা ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে নব দম্পতিদের। ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী ও দুলাল দে বলেন," সামাজিক কাজে যুক্ত থাকতেই প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়।"
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 3:22 PM IST