West Medinipur News: প্রচারের শেষ দিনে ঝালিয়ে নিচ্ছেন বিজেপি প্রার্থী, মাঝে একদিন পর 'অগ্নিপরীক্ষা'

Last Updated:

শেষ দিনের শেষ বেলায় প্রচারে বিজেপি প্রার্থী। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

+
ভোট

ভোট প্রচারে অগ্নিমিত্রা পাল

পশ্চিম মেদিনীপুর: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে নির্বাচনবিধি অনুযায়ী শেষ প্রচারের দিন বৃহস্পতিবার। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। হুডখোলা গাড়িতে চেপে মানুষের মধ্যে জনসংযোগ এবং ভোট প্রার্থনা করেন তিনি। লাস্ট মিনিট প্রিপারেশনে হেভিওয়েট এই প্রার্থী।
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। নাম ঘোষণার পর থেকেই লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার করেছেন তিনি। তবে বৃহস্পতিবার শেষ দিনের প্রচার। তারপর মাঝে একটা দিন এবং শনিবার নির্বাচন। তাই মানুষের মধ্যে শেষ বেলায় জনসংযোগ করতে মরিয়া তিনি। এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের মদনমোহনচক, গামা এলাকায় তিনি হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন।
advertisement
advertisement
কথা বলেন মানুষের সঙ্গে, জানতে চান তাদের সুবিধা ও অসুবিধার কথা। এরপর তিনি খড়গপুর শহরের পৌর এলাকার 29 নম্বর ওয়ার্ডে প্রচার করেন। প্রসঙ্গত মেদিনীপুর লোকসভা কেন্দ্র পরিচিত ছিল বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের খাসতালুক হিসেবে। কিন্তু সেই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। ইতিমধ্যে মিঠুন, নরেন্দ্র মোদি সহ একাধিক নেতা-মন্ত্রীরা সভা, প্রচার করেছেন অগ্নিমিত্রার হয়ে।
advertisement
অন্যদিকে জুন মালিয়ার হয়েও সভা রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় । টাফ ফাইট হতে চলেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে। তবে মাঝে একটা দিন পর নির্বাচন, জবাব দেবেন মানুষই। তবে কে জয়লাভ করে তা বলবে সময়।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: প্রচারের শেষ দিনে ঝালিয়ে নিচ্ছেন বিজেপি প্রার্থী, মাঝে একদিন পর 'অগ্নিপরীক্ষা'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement