West Medinipur News: মাথায় নয়, হ্যান্ডেলে হেলমেট; শালবনীর পেঁচাপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু লালগড়ের ব্যক্তির
- Published by:Samarpita Banerjee
Last Updated:
খবর পেয়েই, দ্রুত পিড়াকাটা পুলিশ পোস্টের আধিকারিকরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান
#পশ্চিম মেদিনীপুর- মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহীর। হেলমেট থাকলেও, তা মাথায় ছিলোনা, ঝোলানো ছিল বাইকে (West Medinipur News)। এই অবস্থায়, একটি জেসিবি-কে ওভারটেক করতে গিয়ে, উল্টো দিক থেকে আসা দ্রুতগতির পিকাপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল, বছর ৪৭ এর ব্যবসায়ী গৌতম রায় (পিন্টু) এর। তাঁর বাড়ি লালগড়ের বামাল এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পেঁচাপাড়ায়, রাজ্য সড়কের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ। মৃতদেহ উদ্ধার করে শালবনী থানার অধীন পিড়াকাটা ফাঁড়ির পুলিশ, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ব্যবসায়ী গৌতম বাবু পিড়াকাটার দিক থেকে ভাদুতলার দিকে যাচ্ছিলেন নিজের বাইক চালিয়ে(West Medinipur News)। পেঁচাপাড়ার কাছে, একটি জেসিবি-কে ওভারটেক করে এগিয়ে যাওয়ার সময়ই উল্টো দিক থেকে আসা দ্রুতগতির পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কায় লুটিয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় তাঁর কানে ছিল মোবাইল ফোন। হয়তো মনোযোগে সামান্য বিঘ্ন ঘটেছিল। তার উপর, হেলমেটটিও মাথায় ছিলোনা। মাথাতেই গুরুতর চোট পেয়ে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়েই, দ্রুত পিড়াকাটা পুলিশ পোস্টের আধিকারিকরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, গৌতম বাবু সম্প্রতি শালবনীর সাতপাটী এলাকায় রান্নাঘরের চিমনির ব্যবসা শুরু করছিলেন। বাড়ি লালগড়ের বামালে। তাঁর এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
advertisement
Partha Mukherjee
advertisement
Location :
First Published :
March 30, 2022 10:13 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মাথায় নয়, হ্যান্ডেলে হেলমেট; শালবনীর পেঁচাপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু লালগড়ের ব্যক্তির