West Medinipur News: পথদুর্ঘটনা কমাতে খড়গপুর আইআইটির সঙ্গে হাত মেলালো কলকাতা পুলিশ

Last Updated:

বৃহস্পতিবার কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পুলিশ কমিশনার ভিকে গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটি-র ডিরেক্টর ভি কে তিওয়ারি।

পশ্চিম মেদিনীপুর: পথনিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এগিয়ে এল খড়গপুর আইআইটি। কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা, পরিবহণ দফতরের আধিকারিকদের নিয়ে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির। সেখানে প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন খড়গপুর আইআইটির অধ্যাপকরা।
বৃহস্পতিবার কলকাতা পুলিশের ট্রেনিং স্কুলে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পুলিশ কমিশনার ভিকে গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটি-র ডিরেক্টর ভি কে তিওয়ারি। খড়গপুর আইআইটি গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (GRSP) এর সমর্থনে পথ নিরাপত্তায় একটি বিশেষ রোড ম্যাপ তৈরি করেছে। তা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই ব্যবস্থার সঙ্গে কলকাতার ট্রাফিক পুলিশ কর্মীদের অভ্যস্ত করে তুলতেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়।
advertisement
advertisement
খড়গপুর আইআইটি-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিকর্তা ভার্গব মৈত্র বলেন, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে কলকাতা ট্রাফিক পুলিশকে সব ধরনের সহায়তা করা হবে। তাঁদের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে শহরের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালানো যাবে বলে তিনি জানান।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পথদুর্ঘটনা কমাতে খড়গপুর আইআইটির সঙ্গে হাত মেলালো কলকাতা পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement