IIT Kharagpur : উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হল আইআইটি খড়্গপুরে।
- Published by:Sovan Goswami
Last Updated:
এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি'র ধারণা। আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে। রাজ্যপাল জাগদীপ
পশ্চিম মেদিনীপুর: উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার(Super computer) প্রকল্প চালু হল আইআইটি খড়্গপুরে।
উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হল বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। এই হাই পারফরম্যান্স কম্পিউটার ব্যবস্থার নাম দেওয়া হয়েছে, 'পরমশক্তি সুপার কম্পিউটিং সিস্টেম'(Param Shakti Super Computing System)। ২৭ মার্চ খড়্গপুর আইআইটিতে- সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল(Governor of West Bengal) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এছাড়াও নেতাজি অডিটরিয়ামে খড়্গপুর আইআইটি'র প্রাক্তনীদের বিশেষ সম্মান দিয়ে সম্মানিত করা হলো এদিনের অনুষ্ঠানে । জাগদীপ ধনখড় ছাড়াও উপস্থিত ছিলেন আইআইটি ড়িরেক্টর(IIT Director) বীরেন্দ্র কুমার তিওয়ারি(Birendra Kumar Tiwari) ও অন্যান্যরা। এদিন দুপুর নাগাদ হেলিকপ্টারে করে IIT খড়্গপুরের এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল।
advertisement
উল্লেখ্য যে, জাতীয় সুপার কম্পিউটিং মিশনের(National super computing mission) আওতায় দেশের কম্পিউটার ব্যবস্থার উন্নীতকরণ এবং স্বদেশীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দেশজুড়ে। ওই প্রকল্পতেই এর আগে গত মাসে বেঙ্গালুরু আইআইএসসি (IISC Bangalore) তে 'পরম-প্রভেগা' নামে সুপার কম্পিউটিং ব্যবস্থা চালু করা হয়েছে। দেশের কম্পিউটার উচ্চক্ষমতাসম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে । এই ব্যবস্থা প্রথম সারির অত্যাধুনিক কম্পিউটার ব্যবস্থা এবং ডাটা সেন্টার(Data centre) ইকোসিস্টেমে কাজে আসবে বলে আইআইটি'র ধারণা। আইআইটি খড়্গপুর এই সুপার কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত(North-East India) এবং উত্তর ভারতের নোডাল সেন্টার হিসেবে কাজ করবে বলে জানান রাজ্যপাল জাগদীপ ধনখড় । রাজ্যপালের আইআইটি খড়্গপুরে আসাকে কেন্দ্র করে গোটা খড়্গপুর শহরকে মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তায়। এই নিয়ে খড়গপুর আইআইটির মুকুটে আবারও একটি নতুন পালক যোগ হল। চলতি মাসেই খড়গপুর আইআইটিতে একটি অত্যাধুনিক হাসপাতালের সূচনা করা হয়েছে।
advertisement
advertisement
পার্থ মূখার্জী
Location :
First Published :
March 28, 2022 10:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
IIT Kharagpur : উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার প্রকল্প চালু হল আইআইটি খড়্গপুরে।