Kharagpur News : স্বামীর স্মৃতির উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা শিবির খড়্গপুরের কাউন্সিলারের

Last Updated:

এই চক্ষু পরীক্ষা শিবির এই নিয়ে দ্বিতীয় বার হচ্ছে। এই শিবিরে একদিকে যেমন দরিদ্র মানুষের চক্ষু পরীক্ষা করা হয়, তেমনই যে সমস্ত মানুষের অপারেশন, ঔষধ এবং চশমার প্রয়োজন, সেই সমস্ত মানুষদের সব‌কিছুই বিনামূল্যে দেওয়া হচ্ছে।

+
title=

পশ্চিম মেদিনীপুর:"অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ--তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান "কবির এই আপ্তবাক্যকে সামনে রেখে খড়্গপুর পৌরসভার(Kharagpur Municipality) ১৮ নং ওয়ার্ড এর তৃণমূল কাউন্সিলর পূজা নাউডুর উদ্যোগে এবং দৃষ্টি ওয়েলফেয়ার সোসাল সার্ভিস এর সহায়তায় দুই দিন ব্যাপী দ্বিতীয় বর্ষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো কাউন্সিলর কার্যালয়ে। খড়্গপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পূজা নাউডুর স্বামী প্রয়াত শ্রীনু নাউডুর(Srinu Naidu) স্মৃতির উদ্দেশ্যে এই চক্ষু পরীক্ষা শিবির বলে জানান পূজা নাইডু।
কাউন্সিলর পূজা নাউডু (Councillor Puja Naidu)জানান, প্রতিবছর নানান ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবির এই নিয়ে দ্বিতীয় বার হচ্ছে। এই শিবিরে একদিকে যেমন দরিদ্র মানুষের চক্ষু পরীক্ষা করা হয়, তেমনই যে সমস্ত মানুষের অপারেশন, ঔষধ এবং চশমার প্রয়োজন, সেই সমস্ত মানুষদের সব‌কিছুই বিনামূল্যে দেওয়া হচ্ছে। প্রথম দিনের শিবিরে ১০০ জন দরিদ্র মানুষের চক্ষু পরীক্ষা করার লক্ষমাত্রা রাখা হয়েছে, যদি ১০০ জনের বেশি মানুষ শিবিরে উপস্থিত হয়, তাহলে দ্বিতীয় দিনও এই শিবির করা হবে। প্রথম দিনের চক্ষু পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়্গপুর সদর মহকুমা শাসক(Kharagpur SDO) আজমল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকার(Chairman Pradip Sarkar), ১৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার এ. পুজা নাইডু সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের শিবিরকে কেন্দ্রকরে ১৮ নং ওয়ার্ডের মানুষদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। ওয়ার্ড কাউন্সিলার জানান, আগামী দিনে আরও বড় ধরণের চক্ষু পরীক্ষা শিবির করার পরিকল্পনা নেওয়া হবে। শিবিরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলার পূজা নাইডু।
advertisement
পার্থ মূখার্জী
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kharagpur News : স্বামীর স্মৃতির উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা শিবির খড়্গপুরের কাউন্সিলারের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement