West Medinipur News: 'যেমন কর্ম তেমন ফল', সেই কর্মফল এবার দুর্গাপুজোর থিম
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
মানুষের বিবেক জাগ্রত করতে এবার দুর্গাপুজোর থিম কর্মফল। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গেলেই দেখা যাবে এই অভিনব ভাবনার দুর্গাপুজো
পশ্চিম মেদিনীপুর: কথায় আছে ‘যেমন কর্ম তেমন ফল’। অর্থাৎ জীবদ্দশায় যেমন কাজ করবেন তেমনই ফল পেতে হবে। অনেকে বিশ্বাস করেন, জীবদ্দশায় ভাল কাজ করলে মৃত্যুর পর স্বর্গে ঠাঁই হবে। আবার খারাপ কাজ করলে স্থান হয় নরকে। তবে এবার মৃত্যুর আগেই পরখ করতে পারবেন কেমন হয় স্বর্গের শান্তিবাস ও নরকের যন্ত্রণা। সেই সুযোগ আপনার সামনে নিয়ে এসেছে বেলদার দেউলি যুবতীর্থ ক্লাবের দুর্গাপুজো।
আরও পড়ুন: কুমির ঠেকাবে জল বোমা! কালনায় ব্যাপক হইচই
পশ্চিম মেদিনীপুরের এই প্রত্যন্ত এলাকার দুর্গাপুজোয় এবারের থিম কর্মফল। এখন শহর কিংবা শহরতলির পাশাপাশি গ্রামীণ এলাকার দুর্গাপুজোও থিমের বাহারে চমকে দিচ্ছে সকলকে। বেলদার দেউলি যুবতীর্থ ক্লাবের দুর্গাপুজো এবার ৩৬ তম বর্ষে পদার্পণ করছে। তাঁরা দশ লক্ষ টাকা খরচ করে ফুটিয়ে তুলছেন কর্মফল থিম।
advertisement
advertisement
বাঁশ, থার্মোকল, তুলো, বিভিন্ন মূর্তি, আলোর কারুকাজ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপকে। কর্মফল থিমের এই অভিনব ভাবনা নিঃসন্দেহে দর্শকদের চমকৃত করবে, পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে মানুষ বড় স্বার্থপর হয়ে গিয়েছে। সে ভালো-মন্দ জ্ঞান হারিয়ে ফেলছে। তাই মানুষের মনের এই দিকটি আরেকবার জাগ্রত করতেই তাঁরা এমন একটি থিম বেছে নিয়েছেন।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 12, 2023 2:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: 'যেমন কর্ম তেমন ফল', সেই কর্মফল এবার দুর্গাপুজোর থিম







