East Bardhaman News: কুমির ঠেকাবে জল বোমা! কালনায় ব্যাপক হইচই

Last Updated:

কুমির আতঙ্ক জেঁকে বসেছে কালনায়। তাই বন দফতরের অনুমতি নিয়ে জল বোমা ব্যবহারের সিদ্ধান্ত পুরসভার

+
title=

পূর্ব বর্ধমান: কুমির ঠেকাবে জল বোমা! বর্ষার শুরু থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ঘড়িয়াল এবং কুমির। দু’দিন আগেই মধ্যরাতে কালনায় পাড়া চসে বেরিয়েছে একটি পূর্ণবয়স্ক কুমির। আবার কিছুদিন আগে অগ্রদ্বীপের কালিকাপুর ঘাট থেকে উদ্ধার হয় প্রায় ১২ ফুটের বিশালাকার একটি কুমির। তবে এর মধ্যে কালনার ঘটনাটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। এরপরই কুমির ঠেকাতে জল বোমার শরণাপন্ন হল কালনা পুরসভা।
কালনায় যে কুমিরটি উদ্ধার হয়েছে সেটা চলে এসেছিল একদম লোকালয়ের মধ্যে। দু’দিন পর‌ই মহালয়া। সেই উপলক্ষে শনিবার ভোর থেকে নদীতে বহু মানুষ ভিড় করবেন তর্পণের জন্য। এই পরিস্থিতিতে কুমিরের জন্য মানুষ যাতে আতঙ্কিত না হয় বা কোন‌ও বিপদ না ঘটে তার জন্য তৎপর হয়ে উঠেছে কালনা পুরসভা। সকলকে সতর্ক করে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কালনার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু জানান, সকলকে সতর্ক করে দেওয়া হচ্ছে। সকলকে বলা হচ্ছে, আপনারা দূরদূরান্তে স্নান না করে, নদীতে সাঁতার না কেটে ঘাটের সামনে স্নান করে বাড়ি চলে যান। গঙ্গায় কুমির নিয়ে একটা ব্যাপার ঘটছে, তাই এই মুহূর্তে সকলের সাবধান থাকা উচিত।
এই বিষয়ে কালনার উপ-পুরপ্রধান তপন পড়েল বলেন, আমরা বন দফতরের মাধ্যমে জল বোমা আনার ব্যবস্থা করছি। বন দফতরকে এই নিয়ে একটা চিঠি পাঠাব। এছাড়াও নেট দিয়ে ঘেরার ব্যবস্থাও করা হচ্ছে এবং মহালয়ার দিন পুরসভা ট্রলারের মাধ্যমে নদীতে নজরদারি চালাবে। এদিকে পুরসভা তৎপর থাকলেও কুমির নিয়ে আতঙ্কে ভুগছে কালনার মানুষ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কুমির ঠেকাবে জল বোমা! কালনায় ব্যাপক হইচই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement