West Medinipur News: হাঁড়ি কলসি হাতে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন গড়বেতার কদমডাঙ্গায়

Last Updated:

বারবার পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানানোর পরে ও মেলেনি পানীয় জল। অগত্যাই হাঁড়ি কলসি হাতে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারাই

+
null

null

#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলবনা  ৮ নম্বর অঞ্চলের কদমডাঙ্গায়, গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো সোমবার। সোমবার দুপুর থেকে কদমডাঙ্গা গ্রামের পুরুষ ও  মহিলারা হাঁড়ি কলসি নিয়ে অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন চালায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও পানীয় জলের কোনো সুরাহা হয়নি। তাই অবিলম্বে পানীয় জলের দাবিতে এদিনের আন্দোলন। আন্দোলনের ফলে শেষ পর্যন্ত নলবনা গ্রাম পঞ্চায়েত প্রধান অজয় কুমার সৌ কদমডাঙ্গা গ্রামের মানুষদের ৭ দিনের মধ্যে পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে, ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন কদমডাঙ্গা গ্রামের মানুষেরা। তবে সাতদিনের মধ্যে পানীয় জলের সুরাহা না হলে আবারও আন্দোলনে নামার হুশিয়ারি দেয় গ্রামবাসীরা।
গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই জেলাজুড়ে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। জেলাশহর মেদিনীপুর থেকে শুরু করে জেলার জঙ্গলমহল শালবনী, পিড়াকাটা, গোয়ালতোড়, গড়বেতা, কেশপুর সর্বত্রই পানীয় জলের সংকটের মুখে পড়তে হচ্ছে স্থানীয় মানুষদের। মাটির তলার জলস্তর নেমে যাওয়ায় মিলছে না পর্যাপ্ত পানীয় জল। ফলে বিশেষত গ্রামাঞ্চলে পানীয় জলের সংকট তীব্র থেকে তীব্রতম হচ্ছে। যার ফলে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামের মানুষদের। অভিযোগ, বারংবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন পর্যন্ত পানীয় জলের সমাধানের দাবি তুলে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তাতেও মেলেনি সুরাহা। ফলে এবার পঞ্চায়েত প্রশাসনকে ঘেরাও করার মতো পরিস্থিতি দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হাঁড়ি কলসি হাতে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন গড়বেতার কদমডাঙ্গায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement