Jhargram News : মাওবাদী সন্দেহে ঝাড়গ্রামের সাঁকরাইল থেকে গ্রেপ্তার দম্পতি
- Published by:Sovan Goswami
Last Updated:
সাঁকরাইল থানার কুলটিকরিতে ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি। পুলিশ ওই দম্পতিকে মাওবাদী পোস্টার টাঙানোর জন্য গ্রেপ্তার করে এবং পরে কিছু মাওবাদী পোস্টার তাদের কাছ থেকে পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের দাবি।
ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রাম জেলার বিনপুরের কাঁকো থেকে রাজু সিং ও পূজা সিং নামে এক দম্পতিকে মাওবাদী(Maoist) সন্দেহে গ্রেফতার করলো বিনপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে বেশকিছু মাওবাদী পোস্টার(Maoist Poster) উদ্ধার করেছে পুলিশ । সোমবার ধৃতদের ঝাড়গাম জেলা আদালতে তোলা হয়। অভিযুক্ত রাজু সিংয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরের(West Midnapore) নারায়ণগড়(Narayangarh) এলাকায় এবং মহিলার বাড়ি বিনপুরের কাঁকো এলাকায়।জানা গেছে সাঁকরাইল থানার কুলটিকরিতে ভাড়া বাড়িতে থাকতেন ঐ দম্পতি। পুলিশ ওই দম্পতিকে মাওবাদী পোস্টার টাঙানোর জন্য গ্রেপ্তার করে এবং পরে কিছু মাওবাদী পোস্টার তাদের কাছ থেকে পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গেছে পুলিশএর কাছে অভিযুক্তরা দাবি করেছে যে তারা টাকার বিনিময়ে পোষ্টার লাগানো ও লেখার কাজ করত। ধৃত রাজু সিংয়ের জেল হেফাজত ও পূজা সিং এর পাঁচদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত(Jhargram Court)।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিনপুর(Binpur) থানার পুলিশ। অন্যদিকে আবারও নতুন করে জঙ্গলমহল ঝারগ্রাম এর বিভিন্ন এলাকায় নতুন করে শুরু হয়েছে মাও আতঙ্ক। সন্ধ্যের পর জঙ্গল এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের সংখ্যা অনেকটাই কমেছে। যদিও জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে শতর্ক করা হচ্ছে কোনরকম খবর থাকলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়াও বিভিন্ন স্থানে নাকা চেকিং করে যাতায়াতকারী যানবাহন তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এদিকে ঝাড়গ্রামের বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকার মানুষের মধ্যে আবারও নতুন করে সৃষ্টি হয়েছে ভয়-ভীতির পরিবেশ। পুলিশের তরফে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে হাই এলার্ট।
advertisement
পার্থ মুখার্জী
advertisement
Location :
First Published :
April 25, 2022 10:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News : মাওবাদী সন্দেহে ঝাড়গ্রামের সাঁকরাইল থেকে গ্রেপ্তার দম্পতি