Jhargram: ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগের মূল্যায়নে স্টার তকমা পেল ঝাড়গ্রাম রাজ কলেজ

Last Updated:

পুনরায় ১ কোটি ২৬ লক্ষ টাকা পাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। সেই অর্থ পুনরায় রসায়ন বিদ্যা, উদ্ভিদবিদ্যা-সহ কলেজের বিভিন্ন শিক্ষা খাতে খরচ করা হবে।

+
ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম রাজ কলেজ 

#ঝাড়গ্রাম: ভারত সরকারের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির (Department Of Biotechnology) পক্ষ থেকে পিছিয়ে পড়া এলাকা জঙ্গলমহলের ঝাড়গ্রাম রাজ কলেজকে স্টার তকমা দিল। গত ২০১৯ সালে স্টার কলেজের জন্য মনোনীত হয়েছিল ঝাড়গ্রাম রাজ কলেজ। জঙ্গলমহল ঝাড়গ্রামের রাজ কলেজের উদ্ভিদবিদ্যা, প্রানীবিদ্যা, রসায়নবিদ্যা এবং পদার্থবিদ্যা বিভাগের পঠনপাঠনের মানোন্নয়নের জন্য এবং পাশাপাশি শিক্ষার পরিকাঠামো গত উন্নয়নের জন্য ঝাড়গ্রাম রাজ কলেজ তিন বছরের জন্য ৮৪ লক্ষ টাকা পেয়েছিল।
বরাদ্দকৃত সেই অর্থে ওই সমস্ত বিভাগ গুলির শিক্ষাগত উন্নয়ন, ল্যাব পরিকাঠামোর উন্নতি গড়ে তোলা হয়, এছাড়াও বিভিন্ন শিক্ষাগত কাজে ব্যয় করা হয়েছিল সেই অর্থ। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের গত ৪ আগস্ট থেকে ৬ আগস্ট দিল্লিতে বিভিন্ন রাজ্যের একশোরও বেশি কলেজ তাদের শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নের মূল্যায়নে অংশ নিয়েছিল। সেই মূল্যায়নে গত তিন বছরের সাফল্যের বিচারে স্টার কলেজ হিসেবে তকমা পেল ঝাড়গ্রাম রাজ কলেজ।
advertisement
advertisement
কলেজের অধ্যক্ষ দেব নারায়ণ রায় জানান, কলেজের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার মানোন্নয়ন, ওই সমস্ত বিভাগের পরিকাঠামোর উন্নয়নে বিগত বছর গুলিতে জোর দেওয়া হয়েছে। তার নিরিখেই কলেজের এই সাফল্য। তিনি আরও বলেন, পুনরায় ১ কোটি ২৬ লক্ষ টাকা পাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। সেই অর্থ পুনরায় রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা-সহ কলেজের বিভিন্ন শিক্ষা খাতে খরচ করা হবে। পিছিয়ে পড়া জঙ্গলমহল এলাকা ঝাড়গ্রাম রাজ কলেজের এই সাফল্যের জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট দফতরকে ধন্যবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায়।
advertisement
Partha Mukherjee 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram: ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগের মূল্যায়নে স্টার তকমা পেল ঝাড়গ্রাম রাজ কলেজ
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement