West Medinipur News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান পাকা বাড়ি! দেখুন ভিডিও
- Published by:Samarpita Banerjee
Last Updated:
নির্মীয়মান নতুন পাকা বাড়িটি আস্তে আস্তে মাটি সহ উপড়ে খালে ভেঙে পড়ল। তবে বাড়িটি খালে উল্টে গেলেও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে
#পশ্চিম মেদিনীপুর: সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাণীচক এলাকায় হুড়মুড়িয়ে খালের জলে ভেঙে পড়ল নির্মীয়মান পাকা বাড়ি। ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাণীচক এলাকার একটি খাল সংস্কারের কাজ চলছিলো। রাণীচক এলাকার বাসিন্দা দীপক মন্ডল সেই খালের ধারেই একটি পাকা বাড়ি নির্মাণ করেছিলেন গত কয়েকদিন আগে। বাড়ি নির্মাণ একেবারেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু খাল সংস্কার হওয়ার পরেই সোমবার সাত সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খালের ধারে থাকা পাকা বাড়িটি। যদিও ঐ সময় বাড়ির ভেতরে কোনো মানুষ না থাকার ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে ভয়ঙ্কর এই দৃশ্যটি এলাকার অনেক মানুষই ক্যামেরাবন্দি করেছেন।
ভিডিওতেই দেখা যাচ্ছে, নির্মীয়মান নতুন পাকা বাড়িটি আস্তে আস্তে মাটি সহ উপড়ে খালে ভেঙে পড়ে। তবে বাড়িটি খালে উল্টে গেলেও বাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দীপক মন্ডল নামের ঐ ব্যক্তি খালের ধারে কেন বাড়ি নির্মাণ করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সংবাদ মাধ্যমের কাছেও ঐ ব্যক্তি মুখ খুলতে চাননি বলে জানা গেছে। তবে বাড়িটি খালের মধ্যেই ভেঙে পড়ায় খালের ঐ অংশে আবার মাটি পড়ে খালটি মজে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে, ঐ বাড়ির মালিক দীপক মন্ডলকে তার বাড়ি তৈরির সামগ্রী ভেঙে সরিয়ে নিতে বলা হয়েছে।
advertisement
Partha Mukherjee
advertisement
Location :
First Published :
May 02, 2022 8:04 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান পাকা বাড়ি! দেখুন ভিডিও