Bomb Recovery: পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গুনহারা গ্রামে উদ্ধার ৪ বালতি তাজা বোমা

Last Updated:

আর, বীরভূমের মতোই, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর-ও রাজনৈতিক অশান্তির আঁতুড়ঘর। বিগত‌ প্রতিটি নির্বাচনেই খবরের শিরোনামে উঠে এসেছে কেশপুর

+
কেশপুরে

কেশপুরে উদ্ধারকৃত বোমা

#পশ্চিম মেদিনীপুর- শুক্রবার তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা অঞ্চলের বড়ডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বড়ডাঙা এলাকা সংলগ্ন একটি ছোট জঙ্গল লাগোয়া পরিত্যক্ত জায়গায়, চারটি বালতিতে তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় কেশপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেশপুর থানার পুলিশ।‌ বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়। বম্ব স্কোয়াডের আধিকারিকরা বোমা গুলি নিরাপদ দূরত্বে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে ফাটিয়ে নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক কেজি ওজন ছিল ঐ তাজা বোমা গুলির।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, বীরভূমের বগটুই-এর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রতিটি জেলার প্রতিটি থানাকে তৎপর হতে হবে। যদি কোথাও গুলি, বোমা, বন্দুক- কোন বাড়িতে মজুত থাকে তা উদ্ধার করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে কোন থানা এলাকাতে কোন অশান্তি বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক পুলিশকর্মীকে দায়িত্বের সাথে কর্তব্য পালন করতে হবে বলেও নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ও ছেড়ুয়া-তে অবৈধ বোমা-বাজি মজুত থাকে। আর, বীরভূমের মতোই, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর-ও রাজনৈতিক অশান্তির আঁতুড়ঘর! বিগত‌ প্রতিটি নির্বাচনেই খবরের শিরোনামে উঠে এসেছে কেশপুর। তাই, পুলিশ নতুন করে একবার সক্রিয় হয়েছে কেশপুরের দিকে। সে কারণেই, বোমা উদ্ধার বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Bomb Recovery: পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গুনহারা গ্রামে উদ্ধার ৪ বালতি তাজা বোমা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement