Paschim Medinipur: স্বাধীনতা সংগ্রামী মৃত নিতাই চন্দ্র মাইতির আবক্ষ মূর্তি উন্মোচন

Last Updated:

মায়ের সঞ্চিত অর্থ অর্থাৎ বাবা স্বাধীনতা সংগ্রামের পেনশনের টাকা পেত, গত বছর কোভিড আক্রান্ত হয়ে মা মারা যায়, মায়ের গচ্ছিত বাবার স্বাধীনতা সংগ্রামীদের পেনশনের প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে বাবার পূর্ণাবয়ব মূর্তি ও গ্যালারি উদ্বোধন করা হল। যাতে বর্তমান সমাজের ছেল

+
স্বাধীনতা

স্বাধীনতা সংগ্রামী নিতাই চন্দ্র মাইতির মূর্তি উন্মোচন

পশ্চিম মেদিনীপুর: ২৫ লক্ষ টাকা ব্যয়ে স্বাধীনতা সংগ্রামী মৃত নিতাই চন্দ্র মাইতির পূর্ণাবয়বমূর্তি উন্মোচন ও গ্যালারি উদ্বোধন হলো দাসপুরে। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের দড়ি অযোধ্যা গ্রামে স্বাধীনতা সংগ্রামী মৃত নিতাই চন্দ্র মাইতির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ও গ্যালারি উদ্বোধন হলো দড়ি অযোধ্যা কার্তিক চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে, এই আবক্ষ মূর্তি ও গ্যালারি উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বাধীনতা সংগ্রামী মৃত নিতাই চন্দ্র মাইতি ছেলে জগদিশ মাইতি বলেন, ১৯৩৮ সালে বাবা মারা যায়, তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে নিজেকে সর্বদা যুক্ত রাখতেন, বাবার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে পুরো গ্রামবাসীর সহযোগিতায় এই অনুষ্ঠান। মায়ের সঞ্চিত অর্থ অর্থাৎ বাবা স্বাধীনতা সংগ্রামের পেনশনের টাকা পেত, গত বছর কোভিড আক্রান্ত হয়ে মা মারা যায়, মায়ের গচ্ছিত বাবার স্বাধীনতা সংগ্রামীদের পেনশনের প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে বাবার পূর্ণাবয়বমূর্তি ও গ্যালারি উদ্বোধন করা হল। যাতে বর্তমান সমাজের ছেলেমেয়েরা কিছু জানতে পারবে, শিখতে পারবে, বর্তমান প্রজন্ম সমাজকে এগিয়ে নিয়ে যাবে।
সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী প্রয়াত নিতাই চন্দ্র মাইতির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা স্মারক গ্যালারি উদ্বোধন ও কর্মযোগী পত্রিকা প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, নিতাই চন্দ্র মাইতি স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে। এলাকার সামগ্রিক উন্নয়নের সাথে সাথে কচিকাচাদের অনুকূল পরিবেশে খেলাধুলোর সুবিধার্থে স্টেডিয়াম উদ্বোধন এবং স্বাধীনতা সংগ্রামী তথা এলাকার বহু কর্মযজ্ঞের হোতা নিতাই চন্দ্র মাইতির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হলো।
advertisement
অনুষ্ঠানে গৌরবময় উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার মহকুমা শাসক সৈয়দ সুমন বিশ্বাস, দাসপুর ২নং ব্লকের বিডিও অনির্বাণ শাহ ,দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ-সভাপতি আশিস হুদাইত, দাসপুর থানার ওসি অমিত মুখার্জী, বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জী, রানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান দর্পণ মাইতি, দাসপুর ২ নং পঞ্চায়েত সমিতির সদস্য তথা ভারপ্রাপ্ত শিক্ষক অমিও কুমার মন্ডল, অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, অধ্যাপক দশরথ হালদার, ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ সোমনাথ দে, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: স্বাধীনতা সংগ্রামী মৃত নিতাই চন্দ্র মাইতির আবক্ষ মূর্তি উন্মোচন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement