হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
বৃদ্ধাকে মাটিতে ফেলে থাপ্পড়! বেলদায় হনুমানের কাণ্ড

West Medinipur News: বেলদার ত্রাস হয়ে উঠেছে হনুমান, প্রায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে

X
title=

প্রথমে সকাল আটটা নাগাদ বাড়ির সামনে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আঁচড়ে দেয় এক হনুমান। এরপর চাষের জমিতে যাওয়ার সময় এক মহিলাকে পেছন থেকে আক্রমণ করে হনুমান।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম মেদিনীপুর: ফের তিন সপ্তাহের মধ্যে আবারও উন্মত্ত হনুমানের তাণ্ডব। তাদের আক্রমণে আহত হলেন চারজন। এর মধ্যে তিনজনের আঘাত বেশ গুরুতর।

পশ্চিম মেদিনীপুরের বেলদার বিভিন্ন এলাকায় হনুমানের তাণ্ডব ক্রমশই মাত্রাছাড়া হয়ে উঠছে। মাস খানেক আগে মত্ত হনুমানের তাণ্ডবে বেশ কয়েকজন আহত হন এখানে। এর মধ্যে একজনের আঘাত গুরুতর ছিল। যদিও তারপরও হনুমানের হামলা বজায় আছে। প্রথমে বেলদার রবীন্দ্রনগর, পরে শুসিন্দা, নবোদয় পল্লি, কলেজ সংলগ্ন এলাকায় একে একে হনুমানের আক্রমণে আহত হন বেশ কয়েকজন। এর রেশ কাটতে না কাটতেই ফের বেলদার দেউলি মধ্যপাড়া এলাকায় হনুমানের আক্রমণে আহত হলেন চারজন।

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে রবিবার নদীতে তলিয়ে যায়, সোমবার উদ্ধার সেই আদিবাসী কিশোরের দেহ

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে চাষের জমিতে যাওয়ার সময় বেশ কয়েকজনের উপর হামলা করে মত্ত হনুমান। তাদের চারজন আহত হন। আহতদের মধ্যে দু'জন মহিলা এবং দু'জন পুরুষ। প্রথমে সকাল আটটা নাগাদ বাড়ির সামনে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আঁচড়ে দেয় এক হনুমান। এরপর চাষের জমিতে যাওয়ার সময় এক মহিলাকে পেছন থেকে আক্রমণ করে হনুমান।

এই পরিস্থিতিতে ব্যাপক আতঙ্কে ভুগছেন বেলদার মানুষ। বন দফতরের ভূমিকায় ক্ষুদ্ধ এলাকাবাসী। হনুমানের আক্রমণের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউই। এদিকে স্কুলের পরীক্ষা চলায় ছাত্রছাত্রীদের বাড়ি থেকে বেরোতেই হচ্ছে। তাতে আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে বন দফতরকে আরও সক্রিয় হতে হবে বলে মনে করছে এলাকাবাসী।

রঞ্জন চন্দ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Injured