West Medinipur News: প্রকাশ্যে বন্দুক দিয়ে পাখি শিকার! খবর সম্প্রচারিত হতেই দাসপুরে বন দফতরের আধিকারিকরা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বন দফতরের এলাকা পরিদর্শনের পর গ্রামবাসীদের দাবি, যেকোনও ভাবে বন্ধ হোক নির্বিচারে এই পাখি শিকার
#পশ্চিম মেদিনীপুর: দাসপুরে প্রকাশ্যে বন্দুক দিয়ে পাখি শিকার, খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসল বন দফতর। এলাকা পরিদর্শন ও গ্রামবাসীদের সাথে কথা বললেন বন দফতরের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার উদয়চক এলাকায়, দিনের বেলায় প্রকাশ্যে বন্দুক হাতে পাখি শিকারীদের দৌরাত্ম্যর খবর সম্প্রতি সামনে আসে। দাসপুরের উদয়চক গ্রামে যান পশ্চিম মেদিনীপুর জেলার বন দফতরের খড়গপুর ডিভিশনের এডিএফও অর্পিতা পাত্র, ঘাটাল সোশ্যাল ফরেস্টের বিট অফিসার অসিতবরণ মুখার্জি, দাসপুর সুলতান নগর বিটের ওয়াইল্ড রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ সহ বন দফতরের একাধিক আধিকারিক। এই উদয়চক এলাকায় বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু বিরল পাখি মারা হয়েছিল। উদয়চকে কয়েকজন যুবক প্রকাশ্যে বন্দুক হাতে এলাকার বিভিন্ন জঙ্গলে ঘুরে নির্বিচারে বিভিন্ন প্রজাতির পাখিকে মেরে নিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা বাধা দিলে তাদের বারণ অগ্রাহ্য করে চলছিল পাখি শিকারীদের দৌরাত্ম্য, নির্বিচারে মারা পড়ছিল বন্য পাখিরা। বন দফতরের বিরুদ্ধে নজরদারি ও পদক্ষেপ গ্রহণে গাফিলতির অভিযোগও উঠেছিল। এদিন সেখানকার মানুষদের সাথে কথা বললেন বন দফতরের আধিকারিকরা।
বন দফতর সূত্রে জানা যায়, ওই এলাকার মানুষদের কাছে আবেদন করা হয়েছে, পাখি শিকারীরা সংখ্যায় কম, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। এরই পাশাপাশি কয়েকদিনের মধ্যে পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় ক্লাব ও গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসবে বন দফতর। ওই এলাকায় বন দফতরের তরফে সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিলি করা হবে বলেও জানানো হয়েছে। বন দফতরের এলাকা পরিদর্শনের পর গ্রামবাসীদের দাবি, যেকোনও ভাবেই বন্ধ হোক নির্বিচারে এই পাখি শিকার। বন দফতরের তরফে আশ্বস্ত করা হয়েছে এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
Partha Mukherjee
advertisement
Location :
First Published :
April 26, 2022 9:13 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: প্রকাশ্যে বন্দুক দিয়ে পাখি শিকার! খবর সম্প্রচারিত হতেই দাসপুরে বন দফতরের আধিকারিকরা