Fish | Business : বৈজ্ঞানিক উপায়ে বাড়িতেই করুন রঙিন মাছ চাষ! প্রচুর টাকা আয়! জানুন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Fish | Business : বিকল্প আয়ের উৎস হিসেবে রঙিন মাছ চাষে বিপুল লাভ! জেনে নিন কী করতে হবে! এবং এই মাছের বাজার কোথায়!
পশ্চিম মেদিনীপুর: ধান চাষে লাভ কম, এমনকি দেশি মাছ চাষেও লাভ তেমন হচ্ছে না। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্যাংকের মধ্যেই চাষ হচ্ছে রঙিন মাছ। বিকল্প আয়ের দিশা দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুরে নারায়নগড়ের কুলাসেনি গ্রামের এক যুবক শুভদীপ মাইতি। পারিবারিকভাবে মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে বর্তমানে ট্যাংকেই রঙিন মাছের চাষ করছেন ওই যুবক।
নামি কোম্পানিতে কাজ ছেড়ে বর্তমানে বাড়িতে বৈজ্ঞানিক উপায়ে বাড়িতেই রঙিন মাছের চাষ করছেন শুভদীপ। দেশি মাছের থেকে সৌখিন রঙিন মাছের চাহিদা বেশি বাজারে। যা অ্যাকোরিয়ামে রাখেন অনেকেই। এই মাছ চাষ করতে পারলে বিপুল আয় হয়। তাই এই চাষে মনোনিবেশ করেন তিনি। ভালোই আয় হচ্ছে। গ্রামীণ এলাকার বেকার যুবকদের দিশা দেখাচ্ছেন কুলাসেনির যুবক শুভদীপ মাইতি।
advertisement
advertisement
বাড়িতেই বেশ কয়েকটি ট্যাঙ্কে মিল্কি, রেড গোল্ড, গোল্ডেন কার্প, সুভাঙ্গী একাধিক বিদেশী প্রজাতির রঙিন মাছ চাষ করেছেন তিনি। শুভদীপের বাবা হরেকৃষ্ণ মাইতি মাছের চাষ ও ব্যবসা করতেন। শুভদীপ কলকাতার একটি নামী কোম্পানিতে কাজ পেয়েও ছেড়ে বাড়িতে এসে স্বনির্ভরতার লক্ষে নিজেই বায়োফ্লকে মাছ চাষ শুরু করেন। বর্তমানে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ হওয়া রঙিন মাছ বিক্রি হচ্ছে হাওড়া এবং ভুবনেশ্বরে। শুভদীপ এই মাছ চাষে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। বাড়িতে বায়োফ্লকে রঙিন নানা মাছকে বড় করে তুলছেন তিনি। ইতিমধ্যেই সরকারিভাবে তার এই প্রকল্প দেখেছেন আধিকারিকেরা।
advertisement
জেলা আধিকারিকেরা ঘুরে গিয়েছেন। স্থানীয় বাজারে উৎপাদিত রঙিন মাছ বিক্রির সমস্যা থাকলেও বর্তমানে হাওড়া এবং উড়িষ্যার ভুবনেশ্বরে সেই মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। সামান্য অর্থ খরচ আর পরিশ্রমে লাভ পাচ্ছেন বিপুল পরিমাণ। আগামীতে সরকারি সাহায্য নিয়ে নানান দেশি মাছের ব্রিডিং এবং রঙিন মাছ চাষ করবেন শুভদীপ। সরকারী সাহায্য পেয়ে নতুন ক্লাস্টার তৈরি করছেন শুভদীপ। যেখানে মাছের ব্রিডিং সহ নানান প্রজাতির মাছ চাষ করা যাবে। স্বনির্ভর হতে পারবে গ্রামীণ এলাকার যুবকেরাও।
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 8:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Fish | Business : বৈজ্ঞানিক উপায়ে বাড়িতেই করুন রঙিন মাছ চাষ! প্রচুর টাকা আয়! জানুন