বসিরহাটঃসুন্দরবনগামী বাসের সঙ্গে ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ।এদিন বিকালে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট ধামাখালি রোডের একটি যাত্রী বোঝাইবাস বসিরহাট থেকে ধামাখালি যাচ্ছিল।
সেই সময় হাসনাবাদ থানার ভেবিয়া কদমতলা এলাকায় উল্টো দিক থেকে একটি ডাব বোঝাই ম্যাক্স গাড়ি কদমতলা এলাকায় আসতেই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনার জেরে প্রায় প্রায় ২০ জন গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এলাকাবাসীরা চিকিৎসার জন্য নিয়ে যায়।
এই ঘটনায় বাস ও ডাব বোঝায় গাড়ির চালক পলাতক। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটে প্রশাসনকে বার করে বলেও কোন কাজ হয় না। রাস্তায় স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাসনাবাদ থানা পুলিশ এসে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। বাস ও ডাববোঝাই চার চাকা গাড়ি পুলিশ উদ্ধার করে। চালক ও খালাসির খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।