North 24 Parganas News: বাস ও গাড়ির মুখোমুখি ধাক্কা! আহত ২০! বসিরহাটে ভয়াবহ অবস্থা
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: এই ঘটনার জেরে ২০ জন গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এলাকাবাসীরা চিকিৎসার জন্য নিয়ে যায়।
বসিরহাটঃ সুন্দরবনগামী বাসের সঙ্গে ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ।এদিন বিকালে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট ধামাখালি রোডের একটি যাত্রী বোঝাইবাস বসিরহাট থেকে ধামাখালি যাচ্ছিল।
সেই সময় হাসনাবাদ থানার ভেবিয়া কদমতলা এলাকায় উল্টো দিক থেকে একটি ডাব বোঝাই ম্যাক্স গাড়ি কদমতলা এলাকায় আসতেই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনার জেরে প্রায় প্রায় ২০ জন গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে এলাকাবাসীরা চিকিৎসার জন্য নিয়ে যায়।
আরও পড়ুন: প্রতি সপ্তাহে এই বিশেষ দিনে বন্ধ থাকবে বক্সা ব্যাঘ্র প্রকল্প! জঙ্গলে যাওয়ার আগে নিয়ম জানুন
advertisement
advertisement
এই ঘটনায় বাস ও ডাব বোঝায় গাড়ির চালক পলাতক। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটে প্রশাসনকে বার করে বলেও কোন কাজ হয় না। রাস্তায় স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাসনাবাদ থানা পুলিশ এসে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। বাস ও ডাববোঝাই চার চাকা গাড়ি পুলিশ উদ্ধার করে। চালক ও খালাসির খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
JULFIKAR MOLLA
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাস ও গাড়ির মুখোমুখি ধাক্কা! আহত ২০! বসিরহাটে ভয়াবহ অবস্থা