Buxa Tiger Reserve : প্রতি সপ্তাহে এই বিশেষ দিনে বন্ধ থাকবে বক্সা ব্যাঘ্র প্রকল্প! জঙ্গলে যাওয়ার আগে নিয়ম জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Buxa Tiger Reserve : বক্সার জঙ্গলে যাওয়ার আগে জেনে নিন এই নতুন নিয়ম। এপ্রিলের ১ তারিখ থেকেই চালু হবে এই নিয়ম!
আলিপুরদুয়ার: এবার থেকে সপ্তাহে একদিনের জন্য পর্যটকদের জন্য বন্ধ থাকবে বক্সার জঙ্গলে প্রবেশ। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নতুন ফরমানেই পড়েছে জঙ্গল পর্যটনে কোপ।কেন্দ্রীয় বাঘ সংরক্ষক সংস্থার নির্দেশ মেনে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।ওই বিশেষ দিনে বন্ধ থাকবে জিপসি সাফারি।
আগামী ১ এপ্রিল থেকে লাগু হবে এই নতুন নিয়ম। যদিও দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পে বহু দিন ধরেই এই নিয়ম চালু ছিল, সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প। আদতে মানুষের কোলাহল থেকে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের সপ্তাহের একটা দিন অব্যহতি দিতেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির ওই সিদ্ধান্ত।
advertisement
advertisement
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য বনদফতর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন জানান সপ্তাহে একদিন বক্সা জঙ্গলে পর্যটকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ । এমনকি সেদিন সাফারি থেকে শুরু সব কিছু বন্ধ। শুধুমাত্র বক্সা এলাকার যারা বাসিন্দা তারা ভেতরে প্রবেশ করতে পারবে।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 8:09 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Buxa Tiger Reserve : প্রতি সপ্তাহে এই বিশেষ দিনে বন্ধ থাকবে বক্সা ব্যাঘ্র প্রকল্প! জঙ্গলে যাওয়ার আগে নিয়ম জানুন