West Midnapore News: অবশেষে স্বস্তি! জঙ্গলমহলে মুখে হাসি ১১ যুগলের

Last Updated:

বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী পাচারের ঘটনায় লাগাম টানতে এবার জঙ্গলমহলের যুবক যুবতীদের দুহাত এক করার উদ্যগ নিয়েছে আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের উদ্যোগে ১১ জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হল গণবিবাহের  মাধ্যমে।

+
অবশেষে

অবশেষে স্বস্তি! জঙ্গলমহলে মুখে হাসি ১১ যুগলের

#পশ্চিম মেদিনীপুর: বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী পাচারের ঘটনায় লাগাম টানতে এবার জঙ্গলমহলের যুবক যুবতীদের দুহাত এক করার উদ্যগ নিয়েছে আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের উদ্যোগে ১১ জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হল গণবিবাহের  মাধ্যমে।
সংগঠনের কর্মকর্তা প্রবীর মাইতি বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়,  উড়িষ্যার তিন জোড়া, ঝাড়খন্ডের তিন জোড়া, দুই জোড়া মুসলিম এবং জঙ্গলমহলের তিন জোড়া যুবক যুবতীর বিয়ের দেওয়া হয়।   এক সময়ের মাওবাদীদের আঁতুড় ঘর শালবনীর কলসিভাঙা এলাকায় এই গণবিবাহের আয়োজন করা হয়।
advertisement
এই কর্মসূচির অন্য এক সহযোগী সংগঠন ত্রিবেণী সংঘের কর্মকর্তা সনাতন দাস বলেন,  তার একটাই লক্ষ্য পিছিয়ে পড়া জনজাতিদের মধ্যে বাল্যবিবাহ বন্ধ করা এবং অর্থাভাবে ভিন রাজ্যে বিবাহ বা নারী পাচার রোধ করা। আর এই লক্ষ্যেই এদিনের গণবিবাহের আয়োজন করা হয়। যথারীতি নীতি মেনে পুরোহিত সহযোগে শাস্ত্রমতে এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ১১ জোড়া যুবক যুবতী।
advertisement
শুধু তাই নয় এই গণবিবাহকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল ভুরি ভোজেরও। যেখানে পাত পেড়ে খেয়েছেন প্রায় ৫ হাজারেরও বেশী মানুষ। পাশাপাশি বিয়ের আসরে আয়োজন করা হয়েছিল সঙ্গীতানুষ্ঠানের। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন নিজেদের সামর্থ অনুযায়ী নবদম্পতিকে বিভিন্ন উপহার দিয়ে আশীর্বাদও করেন। বিয়ের আসরে বসে নব বধূ জানান, এর আগে কখনও জঙ্গলমহলে এত বড় গণবিবাহের আসর বসেনি। বিয়ের এই আয়োজন দেখে রীতিমত হতবাক জঙ্গলমহলবাসীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অবশেষে স্বস্তি! জঙ্গলমহলে মুখে হাসি ১১ যুগলের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement