West Medinipur News : পূর্ব মেদিনীপুরের যুবকের মৃতদেহ উদ্ধার হল মেদিনীপুর শহরের অদূরে হেলিপ্যাড সংলগ্ন মাঠে

Last Updated:

তারাশঙ্কর দাস নামে পূর্ব মেদিনীপুরের ওই যুবক মেদিনীপুর শহরের একটি বেসরকারি ব্যাংকের শাখায় ঋণের টাকা আদায় করার কাজ করতেন।

মেদিনীপুর শহর লাগোয়া কুইকোটায় উদ্ধার মৃতদেহ
মেদিনীপুর শহর লাগোয়া কুইকোটায় উদ্ধার মৃতদেহ
#পশ্চিম মেদিনীপুর-  মঙ্গলবার সকালে জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে হেলিপ্যাড সংলগ্ন এক ফাঁকা মাঠ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল কোতোয়ালী থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, ওই যুবকের নাম, তারাশঙ্কর দাস। বয়স আনুমানিক ২৬-২৭। এও জানা গেছে, পূর্ব মেদিনীপুরের জুনপুট থানার দক্ষিণ আদাবেড়িয়া গ্রামের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে মেদিনীপুর শহর লাগোয়া শিরোমনি অঞ্চলের ভালুকখুনিয়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের কুইকোটার হেলিপ্যাড সংলগ্ন মাঠে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর, তাঁরাই খবর দেন কোতোয়ালী থানায়।‌ কোতোয়ালী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, তারাশঙ্কর দাস নামে পূর্ব মেদিনীপুরের ওই যুবক মেদিনীপুর শহরের একটি বেসরকারি ব্যাংকের শাখায় ঋণের টাকা আদায় করার কাজ করতেন। সেই সূত্রেই, মেদিনীপুর সদরের শিরোমনি অঞ্চলের ভালুকখুনিয়াতে ভাড়া বাড়িতে থাকতেন। স্বাভাবিক ভাবেই, তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। খুন নাকি আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। তবে, যুবকের দেহের পাশ থেকে কয়েকটি পানীয়ের বোতল, জলের বোতল এবং গ্লাস উদ্ধার হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঐ ব্যক্তির পরিবার পরিজনদের খবর দেওয়ার চেষ্টা করছে কোতোয়ালী থানার পুলিশ। অন্যদিকে এবিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি ব্যাংক কর্তৃপক্ষ। এই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে ঐ ব্যক্তির পরিবার সমেত গ্রামে।
advertisement
Partha Mukherjee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : পূর্ব মেদিনীপুরের যুবকের মৃতদেহ উদ্ধার হল মেদিনীপুর শহরের অদূরে হেলিপ্যাড সংলগ্ন মাঠে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement