Durga Puja 2023: ভারী গয়না অতীত, পুজোর সাজে থাক নতুন চমক! বেছে নিন হ‍্যান্ডমেড জুয়েলারি

Last Updated:

ভারী ভারী গয়না নয়, পুজোর ফ্যাশনে ম্যাচিং হ্যান্ডমেড জুয়েলারি

+
ভারী

ভারী গয়না অতীত, পুজোর সাজে থাক নতুন চমক! বেছে নিন হ‍্যান্ডমেড জুয়েলারি

দাঁতন: সাজসজ্জা হোক কিংবা রূপসজ্জা, পুজোর ফ্যাশনে মেয়েরা এগিয়ে। পুজোর প্রতিটি দিন থাকে নানা আয়োজন, থাকে ম্যাচিং ড্রেস, সঙ্গে ম্যাচিং গহনা।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মাত্র কয়েকটা দিনের জন্য অপেক্ষা করতে হয় গোটা একটা বছর। রূপসজ্জার পাশাপাশি বছরে কটা দিন সাজসজ্জায় চমক আনেন মহিলারা। নিত্য নতুন ডিজাইনের পোশাকের পাশাপাশি অলঙ্কারেও বদল আনেন তারা।
ভারি ভারি সোনা কিংবা ইমিটেশনের গয়না এখন অতীত, পুজোর আগে জামা কাপড় কিংবা শাড়ির ম্যাচিংয়ে হ্যান্ডমেড জুয়েলারি নজর কাড়ছে সকলের।কাপড়, ক্লে, রং-সহ নানা জিনিস দিয়ে বানানো গহনার ব্যবহার বাড়ছে দিনদিন।
advertisement
advertisement
প্রসঙ্গত দুর্গাপূজার দিনগুলোতে শাড়ি কিংবা জামাকাপড়ের সাথে ম্যাচিং এ গহনা পড়ার প্রবণতা বাড়ছে।ওজনে হালকা ও শৌখিন গহনায় মজেছে আট থেকে আশি সকলে। পশ্চিম মেদিনীপুরে দাঁতনের লিজা ঘটক তৈরি করছেন হ্যান্ডমেড জুয়েলারি।
পুজোর কালেকশন হিসেবে থাকছে, অক্সিডাইজ জুয়েলারি, ফেব্রিক জুয়েলারি, এমব্রয়ডারি, ক্লে জুয়েলারি, হ্যান্ডপেইন্ট জুয়েলারি-সহ নানান গহনার সম্ভার। প্রতিটি গহনার দাম থাকছে নাগালের মধ্যে। ন্যূনতম ৫০ টাকা থেকে শুরু এই গহনা। কানের দুল, গলার হার কিংবা হাতে বানানো আংটি এবার ড্রেসের ম্যাচিংয়ে।
advertisement
স্বাভাবিকভাবে দুর্গাপূজাতে বিক্রি বাড়ছে হ্যান্ডমেড জুয়েলারির। রূপচর্চার পাশাপাশি দুর্গাপূজার আগেই সাজসজ্জাতেও নতুন চমক। সোনার গয়না ভুলে হাতে বানানো হ্যান্ডমেড জুয়েলারির ব্যবহারের দিকে ঝুঁকছেন মহিলারা।অর্ডার অনুযায়ী বিক্রিও হচ্ছে বেশ।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja 2023: ভারী গয়না অতীত, পুজোর সাজে থাক নতুন চমক! বেছে নিন হ‍্যান্ডমেড জুয়েলারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement