West Medinipur News: বেহাল অবস্থা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের

Last Updated:

সন্ধ্যে ৭ টার পর ইমারজেন্সিতে তালা মেরে দেওয়া হয়। প্রতিষ্ঠানের ভেঙে পড়া পরিকাঠামোর কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করলেন কলেজেরই এক ছাত্র সেখ সাহাদ

+
মেদিনীপুর

মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজ

#পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের বেহাল অবস্থা। মেদিনীপুরের সব থেকে পুরানো চিকিৎসা শিক্ষার প্রতিষ্ঠান, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেই ছাত্রছাত্রীদের পানীয় জলের ব্যবস্থা, নেই ছাত্রীদের বাথরুম, সন্ধ্যে ৭ টার পর ইমারজেন্সিতে তালা মেরে দেওয়া হয়। প্রতিষ্ঠানের ভেঙে পড়া পরিকাঠামোর জন্য বেশ ক্ষোভ রয়েছে পড়ুয়াদের মধ্যে। এক ছাত্র অভিযোগ করেন, কলেজের নিরাপত্তারও কোনো ব্যবস্থা নেই, কারণ CCTV ক্যামেরা লাগানো হয়নি। এই হাসপাতালে ভর্তি রোগীরা ন্যুনতম চিকিৎসা পরিষেবা পান না। আর এসবের জন্য তিনি কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন।
ছাত্রছাত্রীদের অভিযোগ, যেখানে বর্তমান রাজ্য সরকার রাজ্যর স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সাধনে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, যেখানে মেদিনীপুরের অ্যালোপ্যাথি মেডিক্যাল কলেজের দ্রুততার সঙ্গে উন্নতি হচ্ছে, সেখানে মেদিনীপুরের সব থেকে পুরানো (১৯৪৫ সালে প্রতিষ্ঠিত) জেলার একমাত্র হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নয়ন এত পিছিয়ে কেন। এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা।
advertisement
অন্যদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা কলেজের ছাত্রছাত্রীদের পরিকাঠামো ঘাটতির বিভিন্ন দাবি দাওয়ার সাথে একমত পোষন করে বলেন, "ছাত্রছাত্রীদের সমস্ত চাহিদা যুক্তিযুক্ত এবং এই কলেজের পরিকাঠামো গত বেশকিছু সমস্যা রয়েছে, তা ঠিকই। আমরা কলেজ কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছাত্রছাত্রীদের দাবিপত্র পাঠিয়ে দিয়েছি। আমি এই কলেজের প্রিন্সিপাল ইনচার্জ, আমিও দাবি জানাচ্ছি এই কলেজে একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগের জন্য। তাহলে হয়তো এই কলেজের পরিকাঠামোগত উন্নয়ন ঘটানো সম্ভব হবে।"
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বেহাল অবস্থা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement