West Medinipur News: ঘরে স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Last Updated:

ছেলের দাবি, বাবা মা একসাথে আত্মহত্যা করেছেন

+
জোড়া

জোড়া মৃতদেহ উদ্ধার দাসপুরে

#পশ্চিম মেদিনীপুর: জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শোবার ঘরে বিছানায় স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।আত্মহত্যা না খুন, তাই নিয়ে তদন্তে নামলো দাসপুর থানার পুলিশ। মঙ্গলবার সাত সকালে বাড়ির মধ্যে এক সাথে পড়ে বাবা মা এর নিথর দেহ। ছেলের দাবি, বাবা মা এক সাথে আত্মহত্যা করেছেন। অস্বাভাবিক এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।
ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের। আজ সাত সকালেই বছর ৫২ মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী বছর ৪২ এর রীতা মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজেদের বাড়ির শোবার ঘরেই। বাবা মা এর একসাথে এই অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না ছেলে অরূপ মণ্ডল। একমাত্র ছেলে অরূপ জানাচ্ছেন, সোমবার রাতে একসাথেই খাওয়া দাওয়া করেছিলেন বাবা মায়ের সাথে। নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির ছাদ ঢালাইকে নিয়ে বাবা মায়ের সাথে মাঝে মধ্যেই ঝামেলা হত, কালও হয় বলে দাবি মৃতদের ছেলের। এদিকে ঘটনার দুদিন আগেই মৃত দম্পতির ছেলে বাড়ি এসেছে বলে জানা গেছে।ছেলে অরূপ মুর্শিদাবাদে একটি সংস্থায় কাজ করে। ইতিমধ্যে ওই মৃত স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর থানার পুলিশ। এভাবে স্বামী স্ত্রীর এক সাথে মৃত্যু মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশীও। ছেলে অরূপ জানাচ্ছেন, বাবা মা একসাথে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। তবে সমস্ত বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ঘরে স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement