West Medinipur News: ডেবরায় যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে

Last Updated:

পরিবার-পরিজনরা পুরো বিষয়টি ডেবরা পুলিশের ওপর ছেড়ে দিয়েছে তদন্তের জন্য

+
মৃত

মৃত যুবতীর দেহ ময়না তদন্তের পর

#পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযোগের তীর ভাড়াটিয়া এক নির্মাণ শ্রমিকের দিকে। ঘটনা ঘটার পর থেকেই নিঁখোজ অভিযুক্ত ওই নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবারের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ডেবরায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড়ের ঘটনা। মৃত যুবতীর নাম স্নেহা চক্রবর্তী। উচ্চমাধ্যমিকে পাশ করার পর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওই যুবতী। বৃহস্পতিবার সকালে বাড়ির লোক ডাকতে গিয়ে দেখে মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ওই যুবতীকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
মৃত যুবতীর হাতে, গায়ে, গলায় ক্ষত চিহ্ন রয়েছে বলে পরিবার সূত্রে খবর। এরপরে ডেবরা থানায় খবর দিলে ডেবরা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত কয়েকমাস ধরে ডেবরার একটি বিল্ডিংয়ে কাজের জন্য মুর্শিদাবাদের চারজন নির্মাণ শ্রমিক ওই যুবতীর বাড়িতে ভাড়া থাকতো। কিন্তু বৃহস্পতিবার ভোর থেকে সর্বেশ্বর প্রামাণিক নামে নির্মাণ শ্রমিক এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেখানেই সন্দেহ তৈরি হয়েছে পরিবারের লোকেদের। স্নেহার পরিবারের অভিযোগ, ওই যুবকই এই ঘটনা ঘটাতে পারে। তবে পরিবার-পরিজনরা পুরো বিষয়টি ডেবরা পুলিশের ওপর ছেড়ে দিয়েছে তদন্তের জন্য। অপরদিকে, এই ঘটনায় বাকি তিনজন নির্মাণ শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে। ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ডেবরায় যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement