West Medinipur News : মেদিনীপুরের রাজা এন.এল খান মহিলা মহাবিদ্যালয়ে বিশ্বের সর্ববৃহৎ সোলার ট্রি স্থাপন করলো CISR দুর্গাপুর

Last Updated:

CISR দুর্গাপুরের ডাইরেক্টর হরিশ হীরানি জানান, "আমরা তৈরি করার পর পর্যবেক্ষণ করে দেখলাম এটা বিশ্বের বৃহত্তম সোলার ট্রি। এর আগে UK তে সোলার ট্রি তৈরি হয়েছিল, যেটি ছিল ১০.৭ কিলোওয়াট। আর এখানে যেটি তৈরি করা হয়েছে সেটি ১১.৫ কিলোওয়াট।"

+
রাজা

রাজা এন. এল খান মহিলা মহাবিদ্যালয়

#পশ্চিম মেদিনীপুর- বিশ্বের সর্ববৃহৎ সোলার ট্রি স্থাপন করা হলো মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। দুর্গাপুর সেন্ট্রাল মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এর সহায়তায় মেদিনীপুরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হলো সোলার ট্রি। বৃহস্পতিবার দুপুরে এই সোলার ট্রির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ডাঃ রেশমি কোমল। উপস্থিত ছিলেন CISR দুর্গাপুরের ডাইরেক্টর হরিশ হিরানি, কলেজের গভর্নিং বডির সদস্য তারাপদ পাল, কলেজের অধ্যাপিকা জয়শ্রী লাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কলেজের অধ্যাপিকা জয়শ্রী লাহা জানান, কলেজ প্রাঙ্গণে ১১.৫ কিলোওয়াট পিক পাওয়ার এর সোলার ট্রি বসানো হয়েছে। এই সোলার ট্রিতে মোট ৩৫ টি সোলার পিভি প্যানেল আছে, যার মাধ্যমে প্রত্যেকের ক্ষমতা ৩৩০ ওয়াট পাওয়ার। এই সোলার ট্রি টি একটি সাধারণ রৌদ্রজ্বল দিনে ৩৫-৪৫ ইউনিট গ্রিন এবং ক্লিন এনার্জি উৎপাদন করতে পারে যা মহাবিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদাকে আংশিক ভাবে পূরণ করতে সক্ষম। যদি বিদ্যুৎ চাহিদার থেকে বেশি বিদ্যুৎ তৈরী হয়, তবে তা পাওয়ার গ্রিডে দেওয়া যাবে।
এই বিষয়ে CISR দুর্গাপুরের ডাইরেক্টর হরিশ হীরানি জানান, "আমরা তৈরি করার পর পর্যবেক্ষণ করে দেখলাম এটা বিশ্বের বৃহত্তম সোলার ট্রি। এর আগে UK তে সোলার ট্রি তৈরী হয়েছিল, যেটি ছিল ১০.৭ কিলোওয়াট। আর এখানে যেটি তৈরী করা হয়েছে সেটি ১১.৫ কিলোওয়াট।" তিনি আরও জানান, জীবাশ্ম জ্বালানির তুলনায় এই সোলার ট্রি টি ১০-১২ টন কম CO2 উৎপাদন করে এবং এর আই ও টি নির্ভরশীল প্রযুক্তি চালনা করবার ও ক্ষমতা রয়েছে। যেমন CCTV ক্যামেরা, পরিবেশের আদ্রতা পরিমাপ, বায়ুর গতি, বৃষ্টিপাতের পূর্বাভাস ইত্যাদি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : মেদিনীপুরের রাজা এন.এল খান মহিলা মহাবিদ্যালয়ে বিশ্বের সর্ববৃহৎ সোলার ট্রি স্থাপন করলো CISR দুর্গাপুর
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement