West Medinipur News: চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা মেদিনীপুর শহরে, ফের রেকর্ড বিক্রির আশা উদ্যোক্তাদের

Last Updated:

অতিমারী আসার আগে, ২০১৯-'২০ বর্ষে রেকর্ড ৩ কোটি ৪২লাখ টাকার বেচাকেনা হয়েছিল মেদিনীপুর শহরের তাঁত মেলায়। যা এখনও অবধি রাজ্যের মধ্যে সেরা

+
চৈত্র

চৈত্র কালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন

#পশ্চিম মেদিনীপুর- তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলায় রাজ্যের মধ্যে এখনও অবধি সর্বাধিক টাকার বেচাকেনা'র রেকর্ড পশ্চিম মেদিনীপুর জেলা তথা জেলা শহর মেদিনীপুরের দখলে। অতিমারী আসার আগে ২০১৯-'২০ বর্ষে রেকর্ড ৩ কোটি ৪২লাখ টাকার বেচাকেনা হয়েছিল মেদিনীপুর শহরের তাঁত মেলায়। যা এখনও অবধি রাজ্যের মধ্যে সেরা। অতিমারী কাটিয়ে ফের ২০২১-এর পুজোর সময় (২৮ সেপ্টেম্বর-১১ অক্টোবর) অনুষ্ঠিত তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলায় বিক্রি হয়েছিল ৩ কোটি ৪০ লাখ টাকার সামগ্রী। আর, তাই ৬ মাসের মধ্যে আবারও পশ্চিম মেদিনীপুর জেলাকে বেছে নেওয়া হয়েছে রাজ্য সরকারের ক্ষুদ্র, বস্ত্র ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে। আজ, সোমবার থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের উদ্যোগে, চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে। চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার বিকেলে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এবং ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দফতরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি'র উপস্থিতিতে এই চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন হয়। সংশ্লিষ্ট দফতরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি জানিয়েছেন, "রাজ্যের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলাতেই সবথেকে বেশি টাকার বেচাকেনা হয়। কারণ, মেদিনীপুরের মানুষ তাঁত বস্ত্র পছন্দ করেন। পুজোর আগে তাই এবার পয়লা বৈশাখ ও ঈদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে এই চৈত্র কালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। আমরা আশা করছি এবার আগের সব রেকর্ডও ছাড়িয়ে যাবে।"
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা মেদিনীপুর শহরে, ফের রেকর্ড বিক্রির আশা উদ্যোক্তাদের
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement