West Medinipur News: ফের মাওবাদী আতঙ্ক জঙ্গলমহলে! জারি করা হল হাই অ্যালার্ট, মাওবাদী মোকাবিলায় বসানো হল সিসিটিভি ক্যামেরা 

Last Updated:

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে মাওবাদী নাশকতার সতর্কবার্তা রাজ্যকে। তার ওপর পড়লো মাওবাদী পোস্টার। সব মিলিয়ে জঙ্গলমহলে আঁটসাঁট নিরাপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

+
জঙ্গলমহলে

জঙ্গলমহলে CCTV

#পশ্চিম মেদিনীপুর: আর কোনো রাখঢাক নয়, মাওবাদী নাশকতার আশঙ্কায় এবার সত্যি সত্যিই জঙ্গলমহলের সমস্ত থানাতে 'হাই অ্যালার্ট' জারি করে, কড়া ভূমিকা পালনে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্য অনুযায়ী জঙ্গলমহলে মাওবাদী নাশকতার আভাস পেতেই তৎপর ভূমিকায় দেখা গেল রাজ্যের পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যেই ১৫ দিনের জন্য জারি করা হয়েছে এই 'হাই অ্যালার্ট'। জঙ্গলমহলে মাওবাদী নাশকতার গোপন সংবাদ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। তাই, এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। বাতিল করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহলের বিভিন্ন থানায় কর্মরত সমস্ত পুলিশকর্মীর ছুটি। প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে খবর এসেছে, চলতি মাসের ১৫ দিনের মধ্যে মাওবাদীরা বড়সড় হামলা চালাতে পারে জঙ্গলমহলে। মাওবাদীরা নিশানা করতে পারে জঙ্গলমহলের বিভিন্ন থানা বা পুলিশ ক্যাম্পকে।
এই খবর পাওয়ার পরেই জঙ্গলমহলের চার জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সাথে ছিলেন আইজি পশ্চিমাঞ্চল, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) সহ রাজ্য পুলিশের আধিকারিকরা। বৈঠকে মাওবাদী সমস্যা থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই জঙ্গলমহলে ফের মাওবাদীদের গতিবিধি লক্ষ করা গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে মাওবাদী পোস্টার। এমনকি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা থেকে ল্যান্ড মাইনও উদ্ধার হয়েছে সম্প্রতি। গত ১৭ মার্চ শালবনীর রঞ্জার জঙ্গলে যে ল্যান্ডমাইন পাওয়া গিয়েছিল, সেটিকে নকল বলা হলেও, যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৩ জনকে গ্রেফতারও করেছে।
advertisement
অন্যদিকে, ঝাড়গ্রামে পাওয়া ল্যান্ডমাইন এবং গত ৮ এপ্রিলের মাওবাদী বনধের সাফল্য, জঙ্গলমহলে ফের মাওবাদী আতঙ্ক সৃষ্টি করেছে। এরপরই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী জানায়, চলতি মাসের মধ্যেই জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকায় বড়সড় নাশকতা চালাতে পারে সিপিআই মাওবাদী। তার পরই পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়। সমগ্র জঙ্গলমহলে জারি করা হয়েছে 'হাই অ্যালার্ট'। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকায় দফায় দফায় চালানো হচ্ছে নাকা চেকিং ও তল্লাশি অভিযান। রুটমার্চও চালানো হচ্ছে গোটা জঙ্গলমহল জুড়ে। শালবনী থানার জঙ্গল অধ্যুষিত বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ওয়্যারলেস CCTV ক্যামেরা। যে সমস্ত ক্যামেরার দ্বারা ২৪ ঘণ্টা চালানো হচ্ছে নজরদারি।
advertisement
advertisement
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দিনেশ কুমার জানান, জেলা জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। জঙ্গলমহল সহ জেলার বিভিন্ন প্রবেশ পথে চলছে বিশেষ নাকা চেকিং। পুলিশ সর্বদা তৎপর রয়েছে জেলা জুড়ে। প্রসঙ্গত, বৃহস্পতিবার পুনরায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতার অন্যতম পর্যটন কেন্দ্র গনগনি এলাকায় নতুন করে পাওয়া গেলো মাওবাদী নামাঙ্কিত পোষ্টার। ফলে এলাকায় যেমন নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ফের মাওবাদী আতঙ্ক জঙ্গলমহলে! জারি করা হল হাই অ্যালার্ট, মাওবাদী মোকাবিলায় বসানো হল সিসিটিভি ক্যামেরা 
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement