Paschim Medinipore news: ডাম্পারের ধাক্কা, দাসপুরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! বরাতজোরে রক্ষা যাত্রীদের

Last Updated:
ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে উল্টে যায় বেসরকারি বাস।
ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে উল্টে যায় বেসরকারি বাস।
সুকান্ত চক্রবর্তী, দাসপুর: সাতসকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বড়সড় দুর্ঘটনা৷ ডাম্পারের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই বেসরকারি বাস৷ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন৷ তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে খবর৷
এ দিন সকালে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁদপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেসরকারি বাসটি ঘাটাল থেকে কলকাতার দিকে যাচ্ছিল৷ চাঁদপুরের কাছে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরোচ্ছিল একটি ডাম্পার৷
advertisement
advertisement
অভিযোগ, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে বাসটিকে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি৷ তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায় বাসটি৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ৷ আহত যাত্রীদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷
দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে যানজটের সৃষ্টি হয়৷ উল্টে যাওয়া বাসটিকে রাস্তার উপর থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ৷ দুর্ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা৷
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipore news: ডাম্পারের ধাক্কা, দাসপুরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! বরাতজোরে রক্ষা যাত্রীদের
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement