Bullfrog: বৃষ্টির জমা জলের মধ্যে ওটা আবার কী নড়ছে! দেখতে ভিড় করল গোটা পাড়া
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Bullfrog: এক-দুটো নয় একসাথে প্রায় পঞ্চাশেরও বেশি বুল ফ্রগ-এর দেখা মিলল পশ্চিম মেদিনীপুরের বেলদায়
বেলদা: মরশুমের প্রথম বৃষ্টিতে দেখা মিলল ব্যাঙের। তবে সে সাধারণ নয়। রীতিমতো অসাধারণ। যা দেখতে রীতিমতো ভিড় জমালেন সাধারণ মানুষ। এক-দুটো নয় একসাথে প্রায় পঞ্চাশেরও বেশি ‘বুল ফ্রগ’-এর দেখা মিলল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। আর যা দেখতে রীতিমতো ভিড় জমালেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার দুপুর থেকেই নাগাড়ে বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। বেলদাতেও প্রায় ঘন্টাখানেকের বৃষ্টিতে একাধিক নীচু এলাকায় জল জমে যায়। বেলদা থানা সংলগ্ন আচার্য জগদীশচন্দ্র বসু পল্লীতে নীচু জায়গায় জল জমতেই দেখা মেলে হলুদ রঙের বিশেষ প্রজাতির ব্যাঙ-এর। অনেকেই বলছেন, এমন ব্যাঙ এলাকায় আগে দেখেননি। ভিন্ন প্রজাতির ব্যাঙ দেখতে ও তাদের ডাক শুনতে বহু মানুষ ভিড় জমান। কেউ আবার নিজের মোবাইলে ছবিও তোলেন।
advertisement
advertisement
প্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ভেক সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায়। ভারতের বিভিন্ন জায়গায় কমবেশি দেখতে পাওয়া গেলেও বেলদা এলাকায় এর দেখা মিলত না। আকারে বড় হওয়ায় একে ‘বুল ফ্রগ’ নামে পরিচিত। এই ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হপ্লোব্যাট্রাকাস টাইগেরিনাস (Hoplobatrachus tigerinus)।
advertisement
এই ব্যাঙগুলো দেখতে সাধারণত হলুদ এবং গলায় গাঢ় নীল রং-এর থলি থাকে। সাধারণত এই ব্যাঙ আক্রমণাত্মক হয়ে থাকে। তবে এদিন বৃষ্টির পর এর দেখা মিলতেই শোরগোল পড়ে। প্রাণীবিদদের মতে, লুপ্তপ্রায় প্রজাতির এই ব্যাঙ। বেলদা কিংবা পার্শ্ববর্তী এলাকায় দেখা যায়না এদের। তবে পরিবেশ রক্ষায় এই সকল প্রাণীদের সুষ্ঠু জীবনযাত্রায় আঘাত না করার আবেদন সকলের।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 4:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Bullfrog: বৃষ্টির জমা জলের মধ্যে ওটা আবার কী নড়ছে! দেখতে ভিড় করল গোটা পাড়া