West Medinipur News: বীরেন্দ্র শাসমল সেতুতে যান চলাচলের নিয়ম শিথিল, বেশি ভারী গাড়ি চলাচলের অনুমতি
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
স্বাস্থ্য পরীক্ষায় পাস করেছে পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু, ভারী গাড়ি চলাচলের অনুমতি দিল প্রশাসন
পশ্চিম মেদিনীপুর: খড়গপুরের সঙ্গে মেদিনীপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম কংসাবতী নদীর উপরের বীরেন্দ্র শাসমল সেতু। সপ্তাহখানেক আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল এই সেতু। তবে লোড টেস্টের পর আবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল বীরেন্দ্র শাসমল সেতু।
প্রশাসন সূত্রে খবর, ৮ টন থেকে বাড়িয়ে বীরেন্দ্র সেতুর উপর দিয়ে মালবাহী গাড়ি চলাচলের সর্বোচ্চ সীমা ২৫ টন করা হয়েছে। লোড টেস্টিংয়ের রিপোর্ট আসার পরই ভারী গাড়ি চলাচলের নিয়ম শিথিল করা হয় শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, সর্বোচ্চ ২৫ টন ওজনের মালবাহী গাড়ি চলাচল করতে পারবে মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল সেতুর উপর দিয়ে।
advertisement
advertisement
প্রায় অর্ধ-শতাব্দী প্রাচীন এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্প্রতি শেষ হওয়ার পর টানা চার দিন ধরে চলেছিল লোড টেস্টিং। জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা তখনই জানিয়েছিলেন, সেতুর স্বাস্থ্য খুব একটা খারাপ নয়। সেতুর ওপর ভারী গাড়ি চলাচল বা মালবাহী গাড়ি চলাচলের নিয়ম কিছুটা শিথিল করা হতে পারে।
অবশেষে মালবাহী গাড়ির ওজন ৮ টন থেকে বাড়িয়ে ২৫ টন করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, সেতুর উপর দিয়ে সর্বোচ্চ ৩০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে। সেতুতে দুটি গাড়ির মধ্যে দূরত্ব কমপক্ষে ২০ মিটার রাখতে হবে। ওভারলোডিং হলে পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2023 2:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বীরেন্দ্র শাসমল সেতুতে যান চলাচলের নিয়ম শিথিল, বেশি ভারী গাড়ি চলাচলের অনুমতি








